জেলা রাজ্য

আম্ফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সিপিআই(এম)’এর গণসংগ্রহ


কিংশুক ভট্টাচার্য:বাঁকুড়া,চিন্তন নিউজ:-৪ঠা জুন,:- সামুদ্রিক ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত রাজ্যের লক্ষ লক্ষ মানুষ – অনেকেই হারিয়েছেন ঘর-বাড়ীসহ তাঁদের শেষ সম্বল – তা কেড়ে নিয়েছে শতাধিক মানুষের জীবন‌। এই দুর্গত মানুষদের সাহায্যার্থে আজ রামকৃষ্ণ মিশন, নবোদয় বিদ্যালয় ও সরকারী পলিটেকনিক সংলগ্ন কালপাথর এলাকায় সিপিআই(এম), বাঁকুড়া দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে অর্থসংগ্রহ অভিযানে সামিল হয়েছিলেন সিপিআই(এম) কর্মীরা। শুধু পথপার্শ্বর্থ ব্যাবসায়ীরাই নন এই উদ্যোগকে সাধূবাদ জানিয়ে পথচারিরাও সংগ্রহকারীদের হাতে অর্থ তুলে দেন।

প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য সিপিআই(এম)’এর বাঁকুড়া জেলা কমিটি পার্টি সদস্য ও সমর্থকদের কাছে ডাক দিয়েছিলেন যে আপনারা ২রা জুন আপনাদের সবজি বাজার স্থগিত রেখে ঐদিনের বাজারের পয়সা আম্ফানে দুর্গতদের সাহায্য তহবিলে তুলে দিন – সেই ডাকে সাড়া দিয়ে জেলার অন্যান্য অংশের মতোই এই এলাকার অনেক কর্মীও সেদিনের সবজি বাজারের টাকা আম্ফান দুর্গতদের সাহায্য তহবিলে তুলে দিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।