দীপশুভ্র সান্যাল:- জলপাইগুড়ি,চিন্তন নিউজ:- ৯ই অগস্ট:- দীর্ঘ প্রতীক্ষার অবসান । অবশেষে হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত চালু হতে চলেছে দার্জিলিং মেল। আগামী ১৫ অগস্ট থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি টাউন স্টেশন এনজেপি হয়ে শিয়ালদা ছুটবে দার্জিলিং মেল এক্সপ্রেস ।
সোমবারই রেলমন্ত্রকের রেলবোর্ডের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে১২৩৪৩/১২৩৪৪ দার্জিলিং মেল শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত যাবে । এতদিন শিয়ালদা থেকে রাত দশটা পাঁচ মিনিটে দার্জিলিং মেল ছেড়ে এনজেপি পর্যন্ত আসত । এবার থেকে ১২৩৪৩ দার্জিলিং মেল এনজেপির বদলে জলপাইগুড়ি টাউন স্টেশন হয়ে হলদিবাড়ি পর্যন্ত যাবে । অন্যদিকে ১২৩৪৪ দার্জিলিং মেল হলদিবাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত যাবে ।
হলদিবাড়ি থেকে শিয়ালদাগামী দার্জিলিং মেল চালু হবার নির্দেশিকায় রেলের তরফে জানানো হয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের থেকে দার্জিলিং মেল এনজেপি থেকে এক্সটেনশন করে হলদিবাড়ি করার দাবি ছিল । সেই মতো আগামী ১৫ অগস্ট থেকে হলদিবাড়ি থেকেই দার্জিলিং মেল ছাড়বে
।এই সিদ্ধান্তের ফলে কোচবিহার ও জলপাইগুড়ি জেলার মানুষের অনেকটাই সুবিধা হল বলে অভিমত ওই এলাকার মানুষের।
প্রসঙ্গত উল্লেখ্য জলপাইগুড়ি হলদিবাড়ি রুটে ইলেক্ট্রিফিকেশনের কাজ না হওয়ায় হলদিবাড়ির বদলে এনজিপি স্টেশন থেকে দার্জিলিং এর মেলের যাত্রা শুরু হয়। পরবর্তী কোভিড অতিমারির সময় আবার নতুন করে অনেক ট্রেন চালু হলেও জলপাইগুড়ি স্টেশন থেকে শুধুমাত্র সুপারফাস্ট ট্রেন কলকাতা যাওয়ার একমাত্র ট্রেন ছিল। ইতিমধ্যে জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপিত হয়েছে ফাই ডি ওয়াই এফ আই সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সময় রেলের বিভিন্ন আধিকারিক ও রেল মন্ত্রকের কাছে স্মারকলিপি জমা করে স্টেশনে বিক্ষোভ দেখানো হয়। এসএফআই ডিওয়াই এফ আই এর দীর্ঘদিনের দাবি ছিল প্রস্তাবিত ঢাকা কলকাতা ট্রেন চালু করা ইতিমধ্যে এনজিপি ঢাকা
মিতালী এক্সপ্রেস চালু হলেও জলপাইগুড়ি স্টেশনে তার কোন স্টপেজ নেই এনজিপি স্টেশন থেকে যাত্রা শুরু হয়ে ঐতিহ্যবাহী জলপাইগুড়ি স্টেশনে না থেমে সাইরেন বাজিয়ে ছুটে যাচ্ছে মিতালি এক্সপ্রেস হলদিবাড়ি স্টেশনে ইমিগ্রেশন সেন্টার এর কারণে স্টপেজ রয়েছে মিতালী এক্সপ্রেস। নাগরিক মঞ্চের পক্ষ থেকে মিতালী এক্সপ্রেস কে জলপাইগুড়ি স্টেশনে স্টপেজের দাবি জানানো হলেও এখন কোন ফল হয়নি। অন্যদিকে জলপাইগুড়ির বিজেপি সংসদ জয়ন্ত রায় জলপাইগুড়ি র রেলওয়ে ব্যবস্থা উন্নয়নের জন্য কি পদক্ষেপ গ্রহণ করছেন প্রশ্ন উঠছিল সে বিষয়েয়। হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিং মেল ফের চালু করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে জলপাইগুড়ি ব্যবসায়ী সমিতি ও ট্যুর এন্ড ট্রাভেলস অর্গানাইজেশন।
ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে দাবি করেন ঐতিহ্যবাহী জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং মেল তিস্তা তোর্সা এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেস কলকাতা গামী ট্রেন হিসেবে চালু ছিল। বর্তমানের তিস্তা তোষা এক্সপ্রেস হলদিবাড়িতে আসছে না বন্ধ ছিল সুপারফাস্ট এক্সপ্রেস ও কিছুদিন আগে তা চালু হয়েছে। হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল ফের যাত্রা শুরু করার রেলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি দাবি করেন বিভাগীয় শহর জলপাইগুড়ি থেকে এনজিপি স্টেশন এর ভার কমাতে কলকাতা দিল্লী ও দক্ষিণ ভারতগামী ট্রেন অবিলম্বে চালু করতে হবে।