রঞ্জন মুখার্জি, চিন্তন নিউজ,১৩ এপ্রিল: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক ৯ এপ্রিল এক প্রেস বিবৃতিতে জানিয়েছে ভারতের প্রথম জৈব জ্বালানি চালিত বিমান পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছে ৮ এপ্রিল ২০১৯।
যে বিমানটি এই পরীক্ষার জন্য বেছে নেওয়া হয় , সেটি হলো স্পাইস জেট বিমানের একটি অত্যাধুনিক মডেল কিউ ৪০০ বিমান।
যে জৈব জ্বালানিটি এখানে ব্যবহৃত হয়, সেটি প্রস্তুত করে সি.এস.আর.আই., আই. আই. টি., দেরাদুন।
বিমানটি যাত্রা শুরু করে দেরাদুন থেকে, উত্তরাখণ্ড এর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। দিল্লী বিমানবন্দরে পৌঁছানোর সময় উপস্থিত ছিলেন বহু বিমান বৈজ্ঞানিক, মন্ত্রী এবং সেনা আধিকারিক।
উপস্থিত সকলেই মনে করেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা।
এই প্রকল্প নেওয়া হয়েছিল ২০১০ সালে। এর দায়িত্বে ছিলেন ইন্দো-কানাডিয়ান কনসোর্টিয়াম, সি.এস.আই. আর-আই.আই.পি., ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, আই.আই.টি. কানপুর এবং আই.আই.এস.সি. ব্যাঙ্গালোর।
আসুন , জেনে নেওয়া যাক, এই জৈব বিমান জ্বালানি আসলে কি?
এটি হলো প্রচলিত বিমান জ্বালানি এবং জাট্রফা ( ভেরেণ্ডা) নামক গাছের বীজ থেকে প্রাপ্ত তেলের এক বিশেষ আনুপাতিক সংমিশ্রণ।
এটি প্রস্তুত করেছে MOPNG Working Group and Directorate General Civil Aviation ( DGCA), যৌথ ভাবে।
ছত্তিশগড় জৈবজ্বালানী উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৫০০ কৃষকের মেহনতে এই জাট্রফা গাছের চাষ হয়।
এটি একটি ঐতিহাসিক ঘটনা, কারণ :
১) জ্বালানি আমদানির খরচ কমে যাবে।
২) ইঞ্জিনের রক্ষণাবেক্ষনের খরচ অনেক কমে যাবে।
৩) ইঞ্জিন এর পারফরম্যান্স এবং লাইফ বৃদ্ধি পাবে।
৪) বায়ু দূষণ এর মাত্রা অনেক কমে যাবে। গ্রীন হাউস গ্যাস নির্গমন ১৫ % কমে যাবে, সালফার ডাই অক্সাইড নির্গমনের পরিমাণ কমে যাবে ৯৯%।
ভারতবর্ষের বিমান জ্বালানি নিয়ে পরীক্ষারত বিজ্ঞানীদের এটি একটি যুগান্তকারী সাফল্য।