নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৪এপ্রিল: আজ ফের জঙ্গি নাশকতা ঘটতে পারে শ্রীনগরের হাইওয়েতে। গোয়েন্দা সূত্রে খবর। বাইকে করে জঙ্গিরা এসে বিষ্ফোরণ ঘটাতে পারে। নজরদারি বাড়ানো হয়েছে। ঐ রাস্তায় সেনা কনভয় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পুলওয়ামার ঘটনার পুনরাবৃত্তির ছক কষেছে জঙ্গিরা –গোয়েন্দা সংস্থার খবর।
আজ শ্রীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা আছে। তার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শ্রীনগরকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার উদ্দেশ্যে বাটওয়ারা ও টাট্টু গ্রাউন্ডে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।