রাজ্য

লকডাউনে দরিদ্র মানুষের সহায়তায় সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি


সুদীপ্তা ঘোষ: চিন্তন নিউজ:১লা এপ্রিল:—সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি(AIDWA) নববারাকপুর-বিলকান্দা আঞ্চলিক কমিটি সংগঠনগতভাবে নয়, এলাকাগতভাবে তাদের প্রয়াস জারী রেখেছে সকলকে সাথে নিয়ে। তারা তাদের এলাকায় দরিদ্র, নিরন্ন মানুষের সেবায় নিয়োজিত। অর্থ সংগ্রহ করে চাল, ডাল, তেল, আলু কিনে পাকিং করে পৌঁছে দিলো। এর আগেও হয়ে গ্যাছে অনেক অঞ্চলে। কিন্তু মুমূর্ষ মুহূর্তে ছবি তোলার কথা মনে হয় নি।

নববারাকপুর ১১ নম্বর ওয়ার্ড। বাড়িতে বসে পাকিং চলছে খাদ্য সামগ্রী পৌঁছনোর জন্য। ( মহিলা সমিতি গোছানোর কাজে লিপ্ত)


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।