মতিউল ইসলাম: চিন্তন নিউজ:১৫ই মার্চ:—মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার ৪নং ওয়ার্ড। গতকাল এই রাস্তায় পিচ ঢালা হয়েছে। আজ আবার সেখানে কোদাল চালানো হচ্ছে।
প্রসঙ্গত ,রাস্তা মেরামতির প্রয়োজন ছিল কী না ,সেটাই বড় প্রশ্ন। একবছর আগের তৈরি রাস্তার ওপর আবার গতকাল পিচ দিয়ে রাস্তা করা হয়েছে। আজ আবার নতুন রাস্তায় কোদাল চলছে। কেন??
সামনে পুরসভা নির্বাচন। সমস্ত পুর এলাকার এতদিনের অভাব-অভিযোগ উপেক্ষা করে এখন শুরু হয়েছে রাস্তা করার কাজ। পুর এলাকার মানুষের অন্যতম চাহিদা ভালো রাস্তা। কিন্তু তৈরী রাস্তায় কোদাল চালিয়ে আবার রাস্তা নির্মাণ কোন অভিপ্রায়ে !!!! এই নিয়ে এলাকায় ক্ষোভ,গুঞ্জন, চাপানোতর চলছে।
গতবছরে রাস্তা ঢালাইয়ের মান নিয়ে জনগণ বিক্ষোভ দেখিয়েছিলেন। কোন টেন্ডার না ডেকে রাতের আঁধারে হয়েছিল রাস্তা ঢালাইয়ের কাজ।
ডোমকলে পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে। কিন্তু নিজেদের মধ্যেই বারবার উঠেছে দূর্নীতির অভিযোগ। চলছে জনগণের টাকা আত্মসাৎ করে জনগণকে বঞ্চনা করা।