রুদ্র চক্রবর্তী:চিন্তন নিউজ:৭ই মে :-দেশ জুড়ে যখন করোনা মহামারীরূপ নিতে চলেছে ,সেই সময় বিশাখাপত্তনমে প্লাস্টিক কারখানার গ্যাস লিক হয়ে মৃত্যু ৯ জনের ,আক্রান্ত ৩টে গ্রামের ১০০০জনের উপর মানুষ। ফিরে এলো ৮০ দশকের ভূপাল গ্যাস দূর্ঘটনার স্মৃতি। বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ৩ টা নাগাদ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ঘটে গেল গ্যাস দূর্ঘটনা। কারখানাটির নাম এলজি পলিমারস। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই লকডাউনের মধ্যেই কারখানাটি খোলার অনুমতি দেওয়া হয়।
প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছে, অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ সব রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হওয়ার অন্যতম কারণ করোনা ভাইরাসের কারণে মানুষের গৃহবন্দি থাকা।বিপর্যয় মোকাবেলা বাহিনী তৎপরতার সঙ্গে উদ্ধার কাজে লেগেছে।