রাজনৈতিক

পশ্চিমবঙ্গ সিপিআই(এম)র পুরোধা নেতা বিনয় চৌধুরী স্মরণে


প্রবীর দত্ত: চিন্তন নিউজ:৭ই মে:–কমঃ বিনয় চৌধুরী সম্পর্কে লিখতে গেলে যে পাণ্ডিত্য লাগে সেটা সবার থাকেনা। যতটুকু কাছ থেকে দেখে জানা , তার কিছু টুকরো কথাঃ তন্তুজ ভবনে একবার এসে ছিলেন , সেই সময় বিধাননগর মেলা চলছিল , ভবনে এসে ,রাজনৈতিক বক্তব্য যা রাখার তা তো রাখলেন , যেটা মন কেড়ে ছিল ~ ” এই যে “আপনাদের তন্তজ ভবন এত সুন্দর কিন্ত দেওয়ালের গায়ে এত পোস্টার লাগিয়েছেন কেন ?একটা নির্দিষ্ট যায়গা ঠিক করুন ,কত বাইরের মানুষ এখানে আসেন ,এটা একটা প্রতিষ্ঠlন ,মানুষ ভাববে কি ?এরা সারা দিন এই করে ,এটl ঠিক নয়. এই ভবনটার সৌন্দর্য রক্ষা করার দায়িত্বও আপনাদের” ` ৷

বিধান নগর মেলায় এসেছেন ,বক্তব্য রাখছেন ,এখানেও যেটা আমাকে মুগ্ধ করেছিল ~ ” কত সুন্দর মেলা বলুন ,কত মানুষ , কত দোকান ,কত দূর দেশ থেকে এসেছেন ওনারা পশরা নিয়ে , আমি বিশেষ করে সল্টলেক বাসীদের কাছে আবেদন রাখব আপনারা বেশী বেশী করে আসুন ,যতদূর জানি এখানে উচ্চ বিত্তরাই বেশী থাকেন , মধ্যবিত্তরা আছেন ,সেটা বড় কথা নয় ,আপনারা আসুন , আর সঙ্গে নিয়ে আসবেন আপনাদের কাজের মেয়েটিকে , তারও মেলা দেখা হবে আর আপনার শিশুটার ভার বহনও আপনাকে করতে হবে না ,রথ দেখাও হবে কলাবে চাও হবে ” এই মাপের মানুষ ছিলেন বিনয় চৌধূর মশাই , কমঃ হরেকৃষ্ণ কোনারের স্বপ্নকে বাস্তবায়ীত করতে ওই রকমই একজন সৎ , মৃদুভাষী মানুষেরই প্রয়োজন ছিল , এই মানুষটি ছাড়া ভূমি সংস্কার আন্দোলন সফল হতো কিনা জানি না ,আমাদের দেশে বহু বড় মাপের মানুষ যেমন জন্মেছেন ,কমঃ বিনয় চৌধূরী অন্যতম , যতটুকু জানি তাঁর ছেলে সামান্যই চাকরী করতেন , কোন দিনও তার জন্য কোন সুপারিশ করেন নি ,এমন কি দূরে বদলীও হ’তেন, কিন্তু বাড়ীর কাছে আনার জন্যেও কাউকে বলেন নি ,অথচ তিনি তখন ভূমিসংস্কার মন্ত্রী ,এটাই বামপন্থীদের আসল চেহারা ৷

বহু মানুষ জন্ম গ্রহণ করেন , বহু মানুষ কাজ করেন, অথচ সব মানুষকে সবাই মনের মনিকোঠায় ঠাঁই দেন না।বাছাই করা মানুষই হয়ে ওঠেন মনের মানুষ। মনের মানুষের সঙ্গে মিলন ঘটে এই মাটিতেই। যদি সত্যি কারের মাটিকে ,সঠিক ভাবে কর্ষণ করা যায় , দেখা আমাদের সঙ্গেঁ তার হবেই , ঠিক সেই ভাবেই আমরা পেয়েছি আমাদের লড়াই আন্দোলনে অনেক পুরধা নেতাকে ,তাই কমঃ বিনয় চৌধূরী পুরধা নেতৃত্বের অন্যতম পুরধা। আপনার মৃত্যু নেই ,আপনি অমর আমাদের মাঝে ~ ” যখন দেখি লাখো মানুষ শির উঁচিয়ে দাঁড়ায় তখন তোমার কথা মনে পড়ে ~ ~ ~ “


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।