বিদেশ রাজনৈতিক

গ্রাৎস শহরে বৃহত্তম দল হিসাবে প্রতিষ্ঠা পেল “কমিউনিস্ট পার্টি অফ অস্ট্রিয়া


স্বাতী চক্রবর্তী: চিন্তন নিউজ: ২৮শে সেপ্টেম্বর:– অস্ট্রিয়া একটি সংসদীয় গণতন্ত্র। ১৯৪৯ সাল থেকে রক্ষনশীল দল অস্ট্রিয়ান পিপলস্ পার্টি ( Austrian People’s Party) ও সমাজবাদী গণতান্ত্রিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ অস্ট্রিয়া(Social Democratic Party of Austria) দেশটির রাজনৈতিক ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বিপুল প্রাধান্য বিস্তার করেছে।

গতকাল ২০২১ এর গ্রাৎস প্রভিয়েন্স নির্বাচনের ফলাফল এ দেখা যায় ২৯% ভোট পেয়ে গ্রাৎস শহরে বৃহত্তম দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে “কমিউনিস্ট পার্টি অফ অস্ট্রিয়া”। লাল রঙে, লাল মশালে ঢেকে গেছে সমগ্র অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাৎস। দীর্ঘদিন ধরে একটু একটু করে লড়াই শেষে আজ ঐতিহাসিক জয়ের দিন।

উল্লেখ্য অস্ট্রিয়ার বৃহত্তম শহর গ্রাৎস। ২০১৭ সালের নির্বাচনে ২০% ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিলো প্রভিয়েন্স নির্বাচনে “কমিউনিস্ট পার্টি অফ অস্ট্রিয়া”। সেবার কমিউনিস্টদের সমর্থন নিয়েই প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জিতেছিলেন লেফট লিন দল গ্রীন পার্টির প্রার্থী ভ্যান ডার বেলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।