দেশ

৮৪ বছর বাদে বৃষ্টির পরেই দেখা মিললো লাল টুকটুকে সাপের-


কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:১লা জুলাই:– বৃষ্টির ঠিক পরেই লাল টুকটুকে এক বিরল প্রজাতির সাপের দেখা মিললো। বিশেষজ্ঞরা বলেন এটি হ’ল রেড কোরাল কুকরি শ্রেণির। মোটেও বিষাক্ত নয় এই সাপ, পোকামাকড় খেয়েই থাকে। ধারালো দাঁত আর টকটকে সুন্দর লাল রঙের জন্যই এরকম নাম দেওয়া হয়েছে। নেপালের বিখ্যাত ধারালো ছুরি ‘কুকরি’র মত ধারালো এর দাঁত। ডিম ভাঙার কাজে লাগে এই ধারালো দাঁত।

উত্তরপ্রদেশের লখিমপুর জেলার দুধওয়া ন্যাশনাল পার্কে দুদিন আগেই এই সাপ বনবিভাগের কর্মীদের নজরে আসে। ১৯৩৬ সালে প্রথম এই সাপের সন্ধান পাওয়া গেছিল। দীর্ঘ ৮৪ বছর পরে আবার দেখা মিললো। এর বিজ্ঞানসম্মত নাম ওলিগোডন খেরিয়েসিন্স। বেশ দুর্লভ ব্যাপার এই সাপের দেখা পাওয়া। এক উচ্চপদস্থ বনবিভাগের আধিকারিক রমেন পান্ডের কথায় লাল কোরাল কুকরি সাপ কয়েক বছরের মধ্যে চারবার দেখা গেছে, আগে এত ঘন ঘন দেখা যেত না।

রবিবার সাপটির ছবিসহ ওয়াইল্ডলেন্স লিখেছেন, ” বৈচিত্র্য এবং আশ্চর্যে ভরা দুধওয়া ন্যাশনাল পার্ক। কোরাল কুকরি সাপ একটি অতীব দুর্লভ প্রজাতির সাপ। আজ সন্ধ‍্যায় বৃষ্টির পরে ঝুপড়ির পাশে সাপটিকে দেখা যায়।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।