দেশ রাজ্য

অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিনযাপন তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের


অনির্বাণ রায়: চিন্তন নিউজ:৭ই মার্চ:– পশ্চিমবঙ্গের তথ্যমিত্র কেন্দ্রের কর্মীরা (কমন সার্ভিস সেন্টার) বর্তমানে অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্য দিয়ে দিন যাপন করছেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্প-তথ্যমিত্র কেন্দ্রের জন্মলগ্ন থেকেই সমস্ত প্রকল্প কর্মী ন্যায্য অধিকার পাওয়ার তুলনায় বঞ্চনার শিকার হয়েছেন বেশি। অতীতে বিভিন্ন সময়ে ন্যায্য অধিকারের দাবিতে প্রকল্পের কর্মীরা আওয়াজ তুললেও সব অধিকার আদায় করা যায় নি।

বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি ও অধিকার নিয়ে আবেদন জানিয়েও কোনো সুফল হয় নি। উল্টে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের দায়ভার সম্পূর্ণ ঝেড়ে ফেলতে চাইছে এবং ইতিমধ্যে সমস্ত চুক্তি বাতিল ঘোষণা করে। কয়েকটি জেলায় সরকারি ভবন থেকে তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের জায়গা ছেড়ে দেওয়ার নোটিশ জারি হয়েছে। এর প্রতিবাদে তথ্যমিত্র কেন্দ্রের কর্মীরা আগামী ৯ই মার্চ অল বেঙ্গল সিএসসি ভিএলই ইউনিয়নের নেতৃত্বে সরকারি আধিকারিকের নিকট নিম্নলিখিত দাবিসমূহ সহ ডেপুটেশনের আহ্বান জানিয়েছেন।

দাবি সমূহ:-১) পশ্চিমবঙ্গে সমস্ত তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের রাজ্যের ও কেন্দ্রের সমস্ত ই-সার্ভিসের কাজ দিতে হবে।
২) কেন্দ্রীয় সরকার পরিচালিত অন্যান্য প্রকল্পের কর্মীদের মতো ষান্মানিক ভাতা,পিএফ,এসআইসি দিতে হবে।
৩) সরকারি ভবন থেকে তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের উচ্ছেদ করা চলবে না,
৪)প্রত্যেকটি পরিসেবার জন্য তথ্যমিত্র কেন্দ্রের কর্মীদের প্রাপ্য নির্ধারিত কমিশনের ১০০শতাংশ দিতে হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।