দেশ

নিয়ন্ত্রণহীন বিদ্যুৎ উৎপাদনই দায়ী হলো তামিলনাড়ুর বয়লার বিস্ফোরণে,


কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ – তামিলনাড়ুর কুড্ডালোর জেলার ন্যায়ভেলি লিগনাইট কর্পোরেশন লিমিটেড তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ নম্বর ইউনিটের দুই নম্বর প্লান্টের বয়লার ফেটে ঘটলো ভয়াবহ দুর্ঘটনাএই ঘটনায় হত ৬, আহত ১৭ জন। এর আগেও গত ৭ই মে তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার ফেটে ৮ জন শ্রমিক গুরুতর আহত হয়েছিলেন।

কেন্দ্র সরকারের মালিকানাধীন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি চেন্নাই থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত। বয়লার ফেটে মৃত্যু হয়েছে ৬ জনের এবং আহতের সংখ্যা কমপক্ষে ১৭ জন। কতৃপক্ষের আশংকা প্লান্টের ভেতর আটকে আছেন আরো কয়েকজন। ঘটনাটি ঘটে সকাল ১০টার সময়ে। লকডাউনের মধ্যে এই নিয়ে দুবার বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটলো। আহতদের চেন্নাই আপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। কতৃপক্ষের গাফিলতির জন্য ঘটনাটি ঘটেছে কিনা সেই বিষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের এক ডিরেক্টর আর বিক্রমণ, সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ” যারা নিহত হয়েছেন সেই ৬ জনই চুক্তি ভিত্তিক কর্মী এবং আহতদের মধ্যেও ১০ জনই চুক্তি ভিত্তিক কর্মী।” তিনি আরো জানান, ” বয়লারটি চালু ছিলো না, তবু্ও কিভাবে ঘটনাটি ঘটলো বুঝতে পারছি না। তদন্ত শুরু করেছি আমরা।”

এইভাবে সরকারি সংস্থার গাফিলতিতে আর কত কর্মীর প্রাণ যাবে সেটিই প্রশ্ন। লকডাউনের সময়ে কিছুদিন আগে বিশাখাপত্তনমে ভয়াবহ গ্যাস দুর্ঘটনায় কিছু তাজা প্রাণ গিয়েছিলো। শুধু উৎপাদন নয়,কর্মীদের সুরক্ষার বিষয়টিকেও সমান গুরুত্ব দিয়ে না ভাবলে ভবিষ্যতে কর্মী বিক্ষোভই উৎপাদনকে স্তব্ধ করবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।