–
রত্না দাস: চিন্তন নিউজ:১লা জুলাই:- মিউচুয়াল ফান্ড, শেয়ার, ইউনিট-লিংকড ইনসিওরেন্স প্ল্যান, এসপিএস প্রভৃতি কেনার খরচ বাড়বে ১জুলাই মানে আজ থেকে। কেন্দ্রীয় সরকার এইসব শেয়ার ঋণপত্র সব বিভিন্ন ধরনের আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে ০.০০৫ শতাংশ থেকে০.০১৫ শতাংশ স্টাম্প ডিউটি আরোপ করতে চলেছে।
এতদিন রাজ্য সরকারের এরিয়াভুক্ত ছিল এই স্টাম্প ডিউটি। সাধারণ মানুষকে কেবল জমি বাড়ি ক্রয় বিক্রয়ের পর ওই সম্পত্তি রেজিস্ট্রেশন এর সময় স্ট্যাম্প ডিউটি দিতে হতো। ১লা জুলাই মানে বুধবার থেকে স্ট্যাম্পডিউটি বিভিন্ন ধরনের লগ্নির ক্ষেত্রেও বলবৎ হচ্ছে। আর এই লগ্নি মূল্যের সামান্য অংশ হলেও তা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে।
উল্লেখ্য,১৮৯৯ সালে প্রণীত ইন্ডিয়ান স্ট্যাম্প এক্টএর সংশোধন করে শেয়ার-ঋণপত্র প্রভৃতি আর্থিক লগ্নির ক্ষেত্রে কেন্দ্রীয় ডিউটি নেওয়ার নিয়ম ২০১৯ সালের ফিনান্সঅ্যাক্টএ অন্তর্ভুক্ত করা হয়। এই স্ট্যাম্পডিউটি এ বছরের ৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু তা পিছিয়ে ১লা এপ্রিল এবং তারপর আরও পিছিয়ে ১ লা জুলাই করা হয়।
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড এর তরফ থেকে এই প্রসঙ্গে জানানো হয়েছে,’ এই স্ট্যাম্প ডিউটি দিতে হবে লগ্নি করার সময় লগ্নি বিক্রির সময় নয়। তাই দু-তিন মাসের কথা ভেবে যারা লগ্নি করবেন তারা ওই লগ্নি থেকে রিটার্ন কম পাবেন। তবে দীর্ঘমেয়াদি লগ্নিকারীদের জন্যেই এককালীন স্টাম্প ডিউটি ততটা সমস্যা তৈরি করবে না।’ তবে যেহেতু এই স্ট্যাম্পের মূল্যের শতাংশ হিসেবে আদায় করা হবে তাই লগ্নির পরিমাণ যত বেশি হবে স্ট্যাম্প ডিউটির অংক তত বেশি হবে।
শেয়ার, ঋণপত্র, বিদেশি মুদ্রা প্রভৃতি সবধরনের ফিনান্সিয়াল সিকিউরিটিজের লগ্নির ক্ষেত্রেই এই স্ট্যাম্প ডিউটি কার্যকর হবে।আর মিউচুয়াল ফান্ড, ইউনিট লিঙ্কড ইনসিওরেন্স , এন পি এস, প্রভিডেন্ট ফান্ড প্রভৃতি সব লগ্নির উপর প্রভাব পড়বে।