মিতা দত্ত: চিন্তন নিউজ:২০শে ফেব্রুয়ারি:- গত মঙ্গলবার এক নৃশংস হত্যাকান্ডের শরীক হল মায়ানমার। গত সপ্তাহে ইয়াঙ্গুনে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলাকালীন মিয়া থোয়েট থোয়েট খিন (২০) নামে এক যুবতী গুলিবিদ্ধ হন। মিয়া থোয়েট থোয়েট খিন নামক ২০ বছরের এক কিশোরিসহ এই বিক্ষোভ মিছিলে থাকা সবাইকে আন্দোলন চলাকালীন জলকামান সেল, রবার গুলি, প্রভৃতি দিয়ে আধমরা করে দেওয়া হয়। তাতেও নিস্তার নেই ,
মাত্র ২০ বছর বয়সী এক কিশোরীকে পুলিশের গুলিতে আহত হতে হ’ল। আহত কিশোরী শুক্রবার মারা যায়। সুরক্ষা বাহিনীর সাথে মুখোমুখি হওয়া প্রতিবাদকারীদের মধ্যে এই মহিলারই প্রথম মৃত্যু হ’ল।
তার ভাই দুঃখে ভেঙ্গে পড়ে, ও সরকারের বিরুদ্ধে আরো তীব্র প্রতিবাদ আন্দোলনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করে।
প্রসঙ্গত বর্তমানে মায়ানমারে সামরিক অভ্যুত্থানের ফলে গড়ে ওঠেছে তীব্র প্রতিবাদ আন্দোলন ।নোবেল জয়ী রাজনীতিবিদ অং সান সু চি’ কে গ্রেপ্তার করা হয়েছে যা দেশের মানুষ কে রাস্তায় নামতে বাধ্য করে।জনগণের প্রতিবাদ রুখে দেওয়ার জন্য অং সান সু চি’ এর নির্বাচিত সরকার হটিয়ে মায়ানমারে জারি হয়েছে সামরিক শাসন।অং সান সু চি সহ বন্দী বহু নেতা। তারই প্রতিবাদে বিক্ষোভ চলছে।