মিতা দত্ত: চিন্তন নিউজ:১০ই জুলাই:– জাপানের প্রাক্তন ও সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী সিনজো আবে কে কার্যত গুলি করা হ’ল তাঁর একটি নির্বাচনী প্রচার সভায়। অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি নামক ৪১ বছর বয়স্ক এক ব্যক্তি, যিনি নিজেই প্রাক্তন পুলিশ । তিনি নিজে থেকেই অপরাধ স্বীকার করেছেন এবং সেখান থেকে পালানোর চেষ্টাও করেননি।তাঁর বিশ্বাস ছিল যে আবে এক জাপান বিরোধী সংগঠনের অংশ।
আবেকে পরপর দুটো গুলি করা হয়েছে এবং যে বন্দুক দিয়ে গুলি করা হয়েছে তা ইয়ামাগামির নিজ হাতে তৈরি বলে পুলিশ জানিয়েছে।
জাপানের মত দেশ যেখানে বন্দুক ব্যবহার করে হত্যা প্রায় হয়ই না, সেখানে আবের এই ধরনের মৃত্যু উদ্বেগজনক।
জাপানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রীর ৬৭ বছর বয়সে এরকম হঠাৎ মৃত্যুতে কার্যত অবাক সমগ্র জাপান তথা বিশ্ব।
তিনি তার দল LDP এর আগামী পার্লামেন্টের নির্বাচনের প্রচারের বক্তৃতা দিচ্ছিলেন। পুলিশ তল্লাশি করছে আবের মৃত্যুর ব্যাপারে