জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংবাদ বার্তা।


চিন্তন নিউজ:১০ ই জুলাই,২০২২:– সংবাদ দাতা দেবু রায় :-আজকে ১০৪ নং ওয়ার্ডের নাগরিক কমিটির  উদ্যোগে এবং শঙ্কর নেত্রালয় এর উদ্যোগে, সংস্কৃতি  চক্রে আজকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন  করা হয়। বিগত একমাস ধরে  নাগরিক সমিতির  সদস্যরা অঞ্চলের প্রতিটি বাড়িতে গিয়ে প্রচার  করেন এই শিবির কে সফল  করার  জন্য। মোট ২০৩জনের চক্ষু  পরীক্ষা করা হয় , সকাল  সাড়ে নয়টা  থেকে বিকাল তিনটে পর্যন্ত। তার মধ্যে ৮৭জনকে আগামী ১৫দিনের মধ্যে  সম্পূন্ন বিনামূল্যে চশমা  দেয়া হবে। এবং ৩৮জনকে বিনামূল্যে ছানি  অপারেশন  করা  হবে  শঙ্কর  নেত্রলয়  হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা র পরে তাঁদের অপারেশন এর তারিখ  জানিয়ে দেয়া হবে। এই শিবির কে কেন্দ্র করে মানুষের  উৎসাহ ছিলো দারুন।

অপর দিকে সিপিআইএম পূর্ব এরিয়া কমিটি খুব  অল্প দিনের মধ্যে চালু  করতে  চলেছে  “বিকল্প  পাঠশালা ” যেখানে  সম্পূন্ন বিনামূল্যে নবম  থেকে  একাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত  ছাত্র -ছাত্রী দের পড়ানো  হবে। গত শনিবার  এই বিষয়ে এক আলোচনা  সভার আয়োজন  করা  হয়  সন্তোষপুর  মডার্ন পার্কের সিপিআইএম কার্যালয়ে। এতে উপস্থিত ছিলেন এলাকার শিক্ষার সঙ্গে যুক্ত মানুষ  জন।

অভিজিত  ব্যানার্জী :- জেলার আর এক সংবাদ  দাতা জানিয়েছেন  যে দীর্ঘদিন  পরে  রবিবার  ছুটির  দিনে দক্ষিণ চব্বিশ  পরগনা  জেলার অটো রিক্সা ইউনিয়ন এর পক্ষ থেকে  গড়িয়া বাজার অঞ্চলে প্রচার  এবং অর্থ সংগ্রহ  অভিযান করা  হয় , দেখা যায়  যে বাজারের ছোট  -বড়ো  সকল দোকান দার স্বতঃস্ফূর্ত হয়ে  অর্থ দান করেন  সাধ্যমত , এছাড়াও  পথ  চলতি  মানুষও অর্থ প্রদান করেন , তাঁদের এই স্বতঃস্ফূর্ত তা দেখে  একটাই প্রমান হয় যে বামেরা এখনো  মানুষের  মনের  মধ্যে  আছে , হারিয়ে যায় নি।

আবার বারুইপুর ডিওয়াইএফ‌আই জেলার অফিসে, বারুইপুর দু নং শহর ইউনিট এর পক্ষ থেকে ছাত্র যুব  উৎসব উপলক্ষে লোগোর প্রকাশ করা  হয় । এই উদ্বোধনে উপস্থিত ছিলেন  জেলার ডিওয়াইএফ‌আই সম্পাদক, সভাপতি সোমনাথ  ঘোষ এবং  অপূর্ব প্রামানিক, এছাড়াও ছিলেন অঞ্চলের  ছাত্র -যুব  নেতৃবৃন্দ ও অসংখ্য কর্মী সমর্থক ।

অভিজিত দাসগুপ্ত (সোনারপুর ):গত  ৯/৭/২০২২তারিখে সোনারপুর উত্তর কমিটির  উদ্যোগে প্রয়াত জন নেতা জ্যোতি বোসের১০৮তম  জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভার  আয়োজন  করা  হয় বিষয়ছিলো , “জ্যোতি বসুর সাম্প্রদায়িক তা বিরোধী ভূমিকা ” এই আলোচনা  সভায় উপস্থিত  ছিলেন সিপিআইএম জেলার সম্পাদক  মন্ডলীর  সদস্য আমিন গাজী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।