নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৬ মে: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে বাংলাদেশি গায়ক নোবেল। গত শনিবার সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদিকে ‘চাওয়ালা’ বলে উল্লেখ করে তার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন ওই গায়ক। এর পরেই সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়। এমনকি বাংলাদেশি লোকজনেরও সমালোচনার মুখে পড়েন তিনি। বিষয়টি চাউর হতেই নোবেলকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘রাপিড একশন ব্যাটালিয়ন’।
জেরার মুখে গায়ক জানান যে, নিজের আগামী গানের প্রচারের উদ্দেশ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় ওই পোষ্ট করেছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অসম্মান করার কোনো অভিপ্রায় তার ছিল না। তার পরেই তিনি ওই পোস্ট ডিলিট করে দেন। ঘটনাপ্রবাহ যে তার প্রতিকূলে বইতে শুরু করেছে সেটা বুঝতে পেরেই এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে নেন ওই গায়ক। ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেলেছি। ব্যক্তি আক্রমন আমার উদ্দেশ্য ছিল না। মানুষ আমার ওপর রেগে আছেন। আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থী।”
বিতর্কে জড়ানো অবশ্য এই বাংলাদেশি গায়কের দীর্ঘদিনের অভ্যেস। বিতর্কে জড়িয়েই তিনি যেন নিজেকে প্রচারের আলোয় আনতে চান। কিছুদিন আগে এক বাংলাদেশি ইউটিউবারের সাথে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন তিনি। তখনও তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। গত বছরই টিভির পর্দায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নোবেল। তবে এবারের বিতর্কটা যে এভাবে ব্যুমেরাং হয়ে যাবে তা হয়ত কল্পনাও করেননি গায়ক মহাশয়।