দেশ

গাজিয়াবাদে বৃষ্টির সাথে আকাশ থেকে পড়লো আগুনের গোলা …


মীরা দাস:চিন্তন নিউজ:৮ই মার্চ:–প্রবল বৃষ্টির সঙ্গে আকাশ থেকে আগুনের গোলা পড়তে দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের গাজিয়াবাদে। আগুনের গোলা দেখে প্রথমে মানুষ ভাবে উল্কাপাত, কিন্তু পড়ে বোঝা যায় যে উল্কা নয়।

দমকল বাহিনী ডাকা হয়, প্রাথমিক ভাবে দমকল কর্তৃপক্ষ জানিয়েছে এতে প্রচুর সোডিয়াম রয়েছে, আর সোডিয়াম জলের সংস্পর্ষে আসলে জ্বলতে থাকে।

স্থানীয় মানুষদের কাছে জানা যায় যে প্রবল বৃষ্টিপাতের সময় হঠাৎ বাজ পড়ার মত আওয়াজ হয়, সবাই ছুটে গিয়ে দেখেন আগুনের গোলা পড়ে আছে । জিওলজিস্ট এস, সি শর্মা, ও সায়েন্স কো- অর্ডিনেটর বিবেক বস্তুটিকে পরীক্ষা নিরিক্ষার জন্য নিয়ে যান।

পরে পরীক্ষা করে বলেছেন যে বস্তুটিতে সোডিয়াম আছে যা জলের সংষ্পর্ষে আসলে জ্বলে। ঐ বস্তুটিকে লক্ষ্ণৌ এর ল্যাবটরিতে কিছু স্যাম্পেল পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। আশ্চর্যের বিষয় হ’ল , বৃষ্টির সাথে আগুন ছিটে কয়েকজনের গায়ে পড়ে, কিন্তু জামাকাপড় বা শরীরের কোনো অংশ এই আগুনে জ্বলে যায় নি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।