রাজ্য

আন্তর্জাতিক নারীদিবস উদযাপনে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি


মাধবী ঘোষ:চিন্তন নিউজ:৮ই মার্চ:-আজ ৮ মার্চ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস ,,অর্জিত অধিকার রক্ষার শপথের দিন ।আন্তর্জাতিক নারীদিবসটি উদযাপনের পিছনে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস রয়েছে।
আজকের দিনে দাবিগুলো হলো,,,,,
CAA, NPR, NRC বাতিল করা।
নারীর বিরুদ্ধে হিংসা বন্ধ করো।
নারীর অধিকার রক্ষা করো।
সমকাজে সমবেতন ও নূন্যতম মজুরি।
সমস্ত নির্বাচিত সংস্থায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ।

” নারীরা সমাজের অর্ধঅঙ্গ। নারীরা পড়িয়া থাকিলে সমাজ উঠিবে কিরূপে? কোন ব্যক্তির এক পা বাঁধিয়া রাখিলে, সে খোঁড়াইয়া খোঁড়াইয়া কতদূর চলিবে? পুরুষদের স্বার্থ এবং আমাদের স্বার্থ ভিন্ন নহে -একই । তাঁহাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য যাহা, আমাদের লক্ষ্যও তাহাই।” যতদিন না নারী হিসেবে নিজের অধিকার দাবি প্রতিষ্ঠা করা যাচ্ছে ততদিন আমরা আছি লড়াইয়ের আঙিনায় ।

আজ আসানসোল ২নং এরিয়ার মহীশিলা কলোনির পার্টি অফিসে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিশ্ব নারী দিবস পালন করা হলো। প্রোগ্রামে বক্তব্য রাখলেন এরিয়া কমিটির সম্পাদিকা ও জেলা কমিটির সদস্যা কমঃ জবা স্যান্যাল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।