রাজ্য

অনশনে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২২ এপ্রিল: গতকাল ২১এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের একদিনের প্রতীকী ‘অনশন-অবস্থান’।
ভারতবাসী, তেরি গঙ্গা মইলি হো গয়ি
কারখানার effluent নিতে নিতে
লড়ে যাবো আমরা ” অবিরল গঙ্গা
নির্মল গঙ্গা” স্লোগান দিতে দিতে।
এই কথা গুলোই যেন রনিত হ’ল পানিহাটির গঙ্গা ঘাটে অনুষ্ঠিত ওই অনশন অবস্থানে। অবস্থান মঞ্চে বিশিষ্ট লোকজন তাদের বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রথমদিকে জলের অবনমনের parameter – BOD, COD, DO বা কলিফর্ম নিয়ে বক্তব্য রাখেন সৌরভ চক্রবর্তী।
“সব রাজনীতি ছেড়ে পরিবেশ রাজনীতি” করার আহ্বান জানান পরিবেশ বান্ধব মঞ্চের পক্ষে কল্লোল রায়। “সব নদীই গঙ্গা” এবং গঙ্গাকে ঘিরে বাস্তুতান্ত্রিক পরিষেবার কথা বললেন পরিবেশবিদ তপন সাহা।
‘তেহেরি সহ বহু বাঁধ গঙ্গার গঙ্গত্ব নষ্ট করছে’ বললেন নদী বাঁচাও কমিটির পক্ষে তাপস দাস।
কানাডার ১৭ বছরের স্কুলছাত্রীর নাছোড়বান্দা পরিবেশ আন্দোলনের কথা বললেন বিজ্ঞান চেতনা ফোরামের পক্ষে সুরেশ কুন্ডু। সবুজ মঞ্চের পক্ষে পামেলা মুখার্জী শোনালেন ইছামতী নিয়ে দত্তফুলিয়ার চাষীদের কথা।
বৃহত্তর জনচেতনা গড়ার কথা বললেন অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী।
‘clean Ganga green Ganga’ আন্দোলনের কথা বললেন অধ্যাপক তপন মিশ্র। ‘গঙ্গা’ ‘পদ্মা নদীর মাঝি’ ‘তিতাস একটি নদীর নাম’ – তিনটি শ্রেষ্ঠ উপন্যাসে নদীকে ঘিরে জীবন-জীবিকার কথা উঠে এসেছে অধ্যাপক শ্যামল চক্রবর্তীর বক্তব্যে। ‘পরিবেশ কর্মীদের ডাকে রাজনীতিবিদরা আসছেন এমনটা আগে দেখা যায়নি’ বললেন সাধারন সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র। ২৫২৫ কিমি গঙ্গার ৩টি phase নিয়ে সবিস্তারে আলোচনা করেন অধ্যাপক অরুনাভ মিশ্র।
এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন সরস্বতী পোদ্দার, অনিন্দিতা ও তার সম্পদ্রায়, সৌরভ, রত্না ও তার সম্প্রদায়, জয়ন্ত সরকার ।
কবিতা পাঠ করলেন তুলসী ভট্টাচার্য, অমিত মুখার্জী ও বাসব বসাক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।