পম্পা নন্দী :চিন্তন নিউজ:১লা জুলাই:-১৯শ বছর আগের পুরনো প্রেসক্রিপশন পাওয়া গেল মিশরে।
প্রাচীন মিশরের চিকিৎসকরা বিভিন্ন জড়িবুটি আর ভেষজ ওষুধের সাহায্যে চিকিৎসা করতেন। সেই সময় প্রচলিত ছিল প্রেসক্রিপশন। প্রাচীন হায়ারোগ্লিফিথ লিপি আঁকা তেমনই একটি চিকিৎসা প্রেসক্রিপশনের পাঠোদ্ধার হয়েছে। চোখ, কিডনি, মাথাব্যাথার ওষুধের বিবরণ তাতে রয়েছে।
১৯১৫ সালে মিশরের মধ্যাঞ্চলীয় অক্সিরাইনস্কুল এলাকা থেকে বেশ কিছু প্যাপিরাসও খূঁজে পাওয়া যায়। এর মধ্যেই পাওয়া যায় প্রেসক্রিপশনটি, যার বয়স প্রায় ১৯ শ বছর।
আর্থার হান্ট এবং বার্নাড গ্ৰেফেল নামে দুই মিশরবিদ এর পাঠোদ্ধারে সফল হয়েছেন।
জানা যায় যে, মাথা ও ঘাড় ব্যাথা উপশমে প্রাচীন মিশরীয় চিকিৎসকরা চামায়েদাফনি নামে একধরণের গাছের পাতায় রিং তৈরি করে রোগীর মাথায় পরাতেন। কিন্তু ব্যাথার উপশম হত কি না, তা এক রহস্য। কলিরিয়াম নামে এক ধরণের চোখের চিকিৎসার কথা বলা হয়েছে।
প্রাচীন এই অমূল্য প্রেসক্রিপশনটি বর্তমানে Oxford University Library ইজিপ্ট এক্সপ্লোরাশন সোসাইটিতে সংরক্ষিত আছে।