দেশ

তীব্র জলসংকটে চেন্নাইবাসী।


মীরা দাস:চিন্তন নিউজ:১লা জুলাই:–চেন্নাইতে তীব্র জল সঙ্কট ,জল মিলছে লটারি তে।তামিল নাড়ু তে তীব্র জল সঙ্কট, চড়া দামে বিক্রি হচ্ছে জলের ট্যাঙ্কার, বিভিন্ন আবাসিক হস্টেল, গেস্ট হাউস বন্ধ রাখা হয়েছে ।প্রায় এক একটি ট্যাঙ্কারের মুল্য ১ হাজার টাকা। ৯ হাজার লিটার জলের দাম প্রায় ৫ হাজার টাকা। এমন কি ঘরের আসবাব পত্র বিক্রি করে জল কেনার ঘটনা ঘটেছে। অন্যদিকে সরকারি সাহায্য না মেলায় কুয়োগুলি থেকে লটারি করে জল নেওয়ার খবর পাওয়া যাচ্ছে । এই চরম সঙ্কট কালে জলের ট্যাঙ্ক পেতে প্রায় এক মাস সময় লেগে যাচ্ছে। চেন্নাই এর জনৈক বাসিন্দা এম শেষাদ্রি জানান গত ১৭ মে জলের ট্যাঙ্কের অর্ডার দিয়েছিলেন সেই জল পেতে এক মাস অতিক্রান্ত, এখন ও জলের ট্যাঙ্কার এসে পৌঁছায় নি তার বাড়ীতে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।