মীরা দাস:চিন্তন নিউজ:১লা জুলাই:–চেন্নাইতে তীব্র জল সঙ্কট ,জল মিলছে লটারি তে।তামিল নাড়ু তে তীব্র জল সঙ্কট, চড়া দামে বিক্রি হচ্ছে জলের ট্যাঙ্কার, বিভিন্ন আবাসিক হস্টেল, গেস্ট হাউস বন্ধ রাখা হয়েছে ।প্রায় এক একটি ট্যাঙ্কারের মুল্য ১ হাজার টাকা। ৯ হাজার লিটার জলের দাম প্রায় ৫ হাজার টাকা। এমন কি ঘরের আসবাব পত্র বিক্রি করে জল কেনার ঘটনা ঘটেছে। অন্যদিকে সরকারি সাহায্য না মেলায় কুয়োগুলি থেকে লটারি করে জল নেওয়ার খবর পাওয়া যাচ্ছে । এই চরম সঙ্কট কালে জলের ট্যাঙ্ক পেতে প্রায় এক মাস সময় লেগে যাচ্ছে। চেন্নাই এর জনৈক বাসিন্দা এম শেষাদ্রি জানান গত ১৭ মে জলের ট্যাঙ্কের অর্ডার দিয়েছিলেন সেই জল পেতে এক মাস অতিক্রান্ত, এখন ও জলের ট্যাঙ্কার এসে পৌঁছায় নি তার বাড়ীতে।
Related Articles
দেশে লক ডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত
মল্লিকা গাঙ্গুলী: চিন্তন নিউজ:৮ই এপ্রিল:-বর্তমান বিশ্বের আতঙ্ক করোনা ভাইরাস। এই আতঙ্ক ঘিরে মানুষের প্রাত্যহিক জীবনের অভিধানে ঢুকে পরেছে কোয়ারেন্টাইন, আইসোলেশন, সোস্যাল ডিস্টান্স , স্যানিটাইজেশন ইত্যাদি ভারি ভারি নতুন শব্দ। বিশেষ করে গৃহবন্দি কথাটার অর্থ এবং ব্যবহার এখন আপামর বিশ্ববাসীর কাছে স্পষ্ট। সকলেই মানেন যে করোনা সংক্রমণ থেকে রেহাই পেতে ঘরবন্দি থেকে মানুষে মানুষে দৈহিক দূরত্ব […]
অপরিকল্পিত লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পরিণতিতে ডিজিটাল ভারতের মুখোশ খুলে গেল।
গৌতম প্রামানিক: চিন্তন নিউজ:২০শে জুন:- মূলত ‘লক ডাউন’ প্রক্রিয়ায় দেশের সরকারের ভুমিকায় আজ জানতে পারা গেল সারা দেশে কত ধরনের শ্রমিক আছে, যারা একটা রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে দেশের উন্নয়নের ধ্বজা তুলে ধরার কাজে শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে। যদিও এই উপার্জন তাদের শ্রম দানের উপযুক্ত নয়। দেশের সরকার হাতে প্রচুর বা পর্যাপ্ত সময় […]
দিল্লি হিংসায় ভারত সরকারকে কড়া আক্রমণ মার্কিন কমিশনের
মাধবী ঘোষ:চিন্তন নিউজ:২৮শে ফেব্রুয়ারি:–দিল্লি সংঘর্ষে বেছে বেছে শুধু সংখ্যালঘু বিশেষ সম্প্রদায়ের ওপর এই আক্রমণ করা হচ্ছে,বলে মন্তব্য মার্কিন কমিশনের। ট্রাম্প দেশে ফিরতেই সুর বদলালো মার্কিন কমিশন। দিল্লি হিংসার ঘটনা কেন্দ্রের মোদী সরকারকে কড়া আক্রমণ শানান আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন। কমিশনের দাবি তারা দেখেছেন দিল্লি হিংসায় বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের আক্রমণ করা হচ্ছে […]