রাজ্য

তৈরি হয়ে গেলো তৃতীয় লিঙ্গের ও প্রান্তিক যৌনতার বৃহত্তর গণ সংগঠন গড়ে তোলার প্রস্তুতি কমিটি


অপ্রতীম রায়:, চিন্তন নিউজ:২৬শে মার্চ:– ২৬ শে মার্চ কলকাতার ইলিয়ট রোডে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির অফিসে সংগঠিত হয় এলজিবিটিকিউআইএ+ কনভেনশন। মহিলা আন্দোলনের নেত্রী কনীনিকা বোস ঘোষ, অধ্যাপক ঈশিতা মুখোপাধ্যায়,ট্রান্সজেন্ডার এক্টিভিস্ট অনিন্দ্য হাজরাকে নিয়ে প্রেসিডিয়াম গঠিত হয় ও শোকপ্রস্তাব উত্থাপন করেন মহিলা আন্দোলনের নেত্রী দীপু দাস।অভিনন্দন জানিয়ে কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গভর্মেন্ট আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ দীপালি ভট্টাচার্য্য।

সময়ের দাবি নিয়ে ঐতিহাসিক পথে নিজেদের কথা এবারে নিজেরাই বলবে তৃতীয় লিঙ্গের ও প্রান্তিক যৌনতার মানুষেরা।ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম এধরণের কোনো গণ সংগঠন তৈরির কাজ শুরু হলো।উদ্বোধনের পর ডেমোক্রেটিক অ্যাসোসিয়েশন অফ এলজিবিটিকিউআইএ+ গণ সংগঠনের প্রস্তুতি কমিটি গঠনের লক্ষ্যে রিপোর্ট প্লেস করেন অপ্রতিম রায়।দেশজুড়ে এলজিবিটিকিউআইএ+ কমিউনিটির উপর যে পুরুষতান্ত্রিক নির্যাতন চলছে এবং ফ্যাসিস্ট বিজেপি সরকারের জনবিরোধী অর্থনীতির প্রভাবে কমিউনিটির মানুষকে যে ব্যপক জীবন যন্ত্রণা,অবহেলা সহ্য করতে হচ্ছে এবং ধর্মীয় ও হিন্দুত্ববাদী এজেন্ডা গুলি কে যেভাবে এই অংশের মানুষদের অধিকারের স্বীকৃতি দানের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে,মূলত সেই প্রেক্ষাপট থেকেই গড়ে উঠছে এই গণ সংগঠন।রিপোর্টের উপর আলোচনা করেন ট্রান্স ওম্যান তিস্তা দাস,সমকামী যুবক বিনন্দন সরকার,ক্যুয়ার আন্দোলনের কর্মী মালোবিকা সান্যাল সহ বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।আলোচনার মধ্যে উঠে আসে এই অংশের শিশু সুরক্ষার কথা,কমিউনিটির মানুষদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়,পুলিশি জুলুমের বিষয়,স্বাস্থ্য ক্ষেত্রে বঞ্চনার কথা,শিক্ষা ও কর্মসংস্থান সুনিশ্চিত করার কথা ও ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের অপদার্থতার কথা।এই দিকগুলো সামনে রেখেই তৈরি হলো এই গণ সংগঠনের প্রস্তুতি কমিটি।আলোচনা শেষে সভাপতিমন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখা হয়।সমাপ্তি ভাষণ দিয়ে প্রস্তুতি কমিটির মোট ১৯ জন সদস্যদের নাম প্রস্তাব করা হয়।বৃহত্তর গণ আন্দোলনের সঙ্গে এলজিবিটিকিউআইএ+ এর আন্দোলন কে যুক্ত করার কথা মাথায় রেখেই কনভেনশন থেকে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এই প্রস্তুতি কমিটি।কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন অপ্রতিম রায় ও কনীনিকা বোস ঘোষ।এই প্রস্তুতি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নিজস্ব ও স্বতন্ত্র গণ সংগঠন বামপন্থী পথে লড়াই চালাবে।এই গণ সংগঠন মার্কসবাদী মতাদর্শ অনুযায়ীই শোষণের কবল থেকে মুক্তির পথ কে প্রশস্ত করবে। সদস্য সংগ্রহের জন্য ফয়েল,স্লোগান,প্রস্তুতি কমিটির ধারাবাহিক কার্যক্রমের মধ্যে দিয়েই আগামীদিনে সংগঠিত হবে ডেমোক্রেটিক অ্যাসোসিয়েশন অফ এলজিবিটিকিউআইএ+ এর প্রথম সম্মেলন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।