শাশ্বতী ঘোষাল, চিন্তন নিউজ, ৩রা মার্চ :– আগুণের লেলিহান গ্রাসের কবলে জলদাপাড়া অভয়ারণ্য। দূর থেকে চোখে পড়ছে আগুণের রক্তিম শিখা। বিস্তীর্ণ অরণ্যাঞ্চল জুড়ে দাউ দাউ অগ্নির প্রবল প্রতাপ। গত সোমবার (২ রা মার্চ) রাত্রে উত্তরবঙ্গের জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যের মালঙ্গি বিটেই প্রথম আগুন লাগে। তোর্সার ঘাসবনে শুকনো পাতা, খড় কূটো ইন্ধনের কাজ করে। ফলে আগুন ছড়িয়ে পড়তে সময় লাগে নি। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দাবানলের গ্রাসে চলে যায় ৮ বর্গ কিলোমিটার গভীর জঙ্গল।
এই গভীর অভয়ারণ্যে বাস একশৃঙ্গ গণ্ডার, বাইসন, নীলগাই ,ময়ূর প্রভৃতি বহু জীবজন্তু ও পাখীর। দাবানলের ভয়ংকর গ্রাসে তাদের প্রাণ হানির আশঙ্কায় উদ্বিগ্ন পরিবেশ প্রেমীরা। যদিও বড় কোনো ক্ষয় ক্ষতির খবর এখনও পাওয়া যায় নি বলে পুলিসি সূত্রে খবর।
অন্যদিকে জলদাপাড়া সংলগ্ন অঞ্চলের বাসিন্দারাও ঘটনার তীব্রতায় ভীত, সন্ত্রস্ত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। কারণ আগুনের তাপ থেকে রক্ষা পেতে বন্য জীবজন্তুরা লোকালয়ের দিকে ছুটে যাচ্ছে আর পার্শ্ববর্তী গ্রাম গুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। যার ফলে অনেক বাসিন্দা বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে যাচ্ছেন।
তবে আশার কথা মঙ্গলবার সকালেই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। এখন অভয়ারণ্য কর্তৃপক্ষ চিন্তিত এই ভেবে যে অগ্নি সংযোগ ঘটলো কিভাবে ? এই নিয়ে পুলিসি তদন্তও শুরু হয়েছে।