দেশ

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রেইনফরেস্ট এর একটা বড়ো অংশ ধ্বংসের মুখে


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২৫/০৯/২০২২– কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নের সঙ্গে তাল মেলাতে গিয়ে এক ভয়ঙ্কর অবস্থায় পড়তে চলেছে গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিন দিকে অবস্থিত এই দ্বীপ । সম্প্রতি এই দ্বীপে তৈরী হতে চলেছে বিমান বন্দর ,শক্তি উৎপাদন কেন্দ্র , সামরিক কার্যালয় ও উন্নত টাউনশিপ । কেন্দ্র এই প্রকল্পের ছাড়পত্র দিয়েছে কিন্তু পরিবেশ বিদ রা এই প্রকল্পের বিরোধীতা করছেন। তাঁদের আশঙ্কা এই প্রকল্প বাস্তবায়ন হলে ঐ অঞ্চলের পরিবেশ ক্ষতির মুখে পড়বে । এই প্রকল্পের কাজ শুরু হলে প্রথমেই কাটা পড়বে প্রায় সাড়ে আট লক্ষ গাছ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রেইনফরেস্ট এর একটা বড়ো অংশ ধ্বংস হয়ে যাবে । এর পরেও দশ বারো হেক্টর ম্যানগ্রোভ ফরেস্ট মুছে সাফ হয়ে যাবে । প্যাথালিয়া বে ও ক্যাম্পবেল জাতীয় উদ্যান থেকে মাত্র দশ কিলোমিটার দূরে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে আর পরিবেশবিদগন জানিয়েছেন যে এই জাতীয় উদ্যান দুটি সাঙ্ঘাতিক সংবেদনশীল । এই প্রকল্প বাস্তবায়ন হলে ঐ অঞ্চলের বন্যপ্রানীদের উপর প্রভাব পড়তে বাধ্য ।

তাছাড়া এই দ্বীপে লেদার ব্যাগ টার্টেল সেই সঙ্গে মেগাপড ,ম্যাকক পাখী ও বিরল প্রজাতির পেঁচা সহ বিরল প্রজাতির উদ্ভিদ রয়েছে যা পরিবেশের জন্য প্রয়োজন। এখানেই রয়েছে একান্নটা মেগাপডের বাসস্থান — প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় ত্রিশটাই ধ্বংস করে দেওয়া হবে । এই দ্বীপে বসবাস শম্পেন ও নিকোবরিস সম্প্রদায়ের মানুষের বসবাস । হঠাৎ করে অরন্য যদি হ্রাস পায় তাহলে তাঁরা কিভাবে মানিয়ে নেবেন এই উন্নত মানের জীবনযাত্রায় । আর এই প্রশ্ন টাই ঘুরেফিরে আসছে পরিবেশবিদদের মাথায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।