জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- চৈতালি নন্দীঃ- ২৪/০৯/২২ তারিখ অনুষ্ঠিত হল গড়বাটি আমরা কয়েকজনের উদ্যোগে এবং চিনসুরা সেন্স সোসাইটির সহযোগিতায় সমাজকর্মী বাবান ব্যানার্জীর স্মরণে ৩২ তম রক্তদান শিবির। এই শিবিরে ৪১ জন রক্তদাতা রক্ত দান করেন। এরপর প্রবল প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্লাড কর্মীরা রক্ত গ্রহণ স্হগিত রাখতে বাধ্য হন। তখনও ২৫ জনের অধিক রক্তদাতা রক্তদানের জন্য অপেক্ষারত ছিলেন।

ইন্দ্রানী শীলঃ-এবিটিএ র হুগলী সদর মহকুমা র ১০ম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো পান্ডুয়া শশিভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ে।উপস্থিত ছিলেন রাজ্যকমিটির সদস্য শ্রী সুদীপ্ত গুপ্ত।উপস্থিত ছিলেন সদর মহকুমার অন্তর্ভুক্ত বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা, শিক্ষাকর্মী বৃন্দ।

সুপর্না রায়ঃ-চুঁচুড়া বাস ষ্ট্যান্ড কমিটির উদ্যোগে চুঁচুড়া বাস ষ্ট্যান্ডে বাস শ্রমিকদের দাবী দাওয়া নিয়ে পোস্টারিং করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।