মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ১১ জানুয়ারি: ট্রেন চালাবে বেসরকারি সংস্থা। পথ বেঁধে দিল নীতি আয়োগ। আয় বাড়াতে দেশের ১০০টি রুটের ১৫৬টি ট্রেন বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। সেই লক্ষ্যে নীতি আয়োগ গতকাল খসড়া নথি প্রকাশ করেছে।
নীতি আয়োগের খসড়া নথিতে ১৫৬টি ট্রেনকে ডিভিশন ও গুরুত্বপূর্ণ স্টেশনের ভিত্তিতে ৭টি কাস্টারে ভাগ করা হয়েছে। নীতি আয়োগের বক্তব্য, কোন ইচ্ছুক বেসরকারি সংস্থা ন্যূনতম একটি ও সর্বাধিক তিনটি কাস্টারে ট্রেন চালাতে পারবে।
যারা ইচ্ছুক তাদের গোটা কাস্টারের সবকটি রুটে ট্রেন চালাতে হবে। ইচ্ছেমতো কোন কাস্টারের লাভজনক রুটই বেছে নেওয়া যাবে না। তবে সংস্থাগুলিকে ফায়দা দিতে বেসরকারি ট্রেন ছাড়ার ১৫ মিনিটের মধ্যে সেই রুটে ভারতীয় রেলের কোন ট্রেন চালানো হবে না বলে জানানো হয়েছে খসড়ায়।