দেশ বিদেশ

আকালে স্বদেশ তবু বিদেশে স্বাস্থ্য সরঞ্জাম রপ্তানি


চৈতালী নন্দী:- চিন্তন নিউজ:- ৩রা এপ্রিল,:-দেশে নেই পর্যাপ্ত পরিকাঠামো, তবুও বিদেশে স্বাস্থ্য সরঞ্জাম রপ্তানি করছে ভারত।মহামারীর প্রকোপে দেশে চিকিৎসা সরঞ্জামের অভাব সত্বেও সার্বিয়াকে বিক্রি করছে ভারত। দেশের আকালেও স্বাস্থ্য শিল্পের কর্পোরেট মুনাফা অব্যাহত রাখার স্বার্থেই রপ্তানি? উঠছে প্রশ্ন।

সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর আকার নিয়েছে। ভারতও এর বাইরে নয়। আক্রান্তের হিসেবে স্টেজ টু থেকে স্টেজ থ্রী তে প্রবেশ করতে চলেছে ভারত। দেশে চিকিৎসা সরঞ্জামের হাহাকার তুঙ্গে। ঠিক এই পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম মাস্ক, গ্লাভস, করোনা প্রতিরোধী পোষাক রপ্তানি করছে ভারত। এই খবর সম্পূর্ণ চেপে রাখা হয়ছিল। রাষ্ট্রসঙ্ঘ না জানালে দেশের মানুষ এই রপ্তানির খবর জানতেই পারতো না।

প্রতিদিন দেশের বিভিন্ন হাসপাতালে মাস্ক, গ্লাভস সহ এই ভাইরাস প্রতিরোধি পোশাকের অভাবে চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা প্রবল অসুবিধা ও বিপদের সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি পণ‍্যবাহী বিমানের একটি ছবি প্রকাশ করে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (UNDP),তাতে যে খবর জানা গেল তা রীতিমতো চমকে দেবার মতো। বলা হচ্ছে এই নিয়ে দ্বিতীয়বার ভারতের কাছ থেকে এই চিকিৎসা সরঞ্জাম কিনলো সার্বিয়া। যে পণ‍্য রপ্তানি করা হয়েছে তার ওজন ৯০ টন। এই ঘটনা আরও বিষ্ময়কর কারণ দেশের এই পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মীদের অসুবিধা হবে জেনেও কার নির্দেশে এই রপ্তানি হোলো। কিন্তু আরও অবাক করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে তাদের এই রপ্তানির কথা তাদের জানাই ছিলো না। তবে কি দেশের রাজকোষ ঘাটতি এতো বেশি যে দেশের চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের অসুবিধার কথা গুরুত্ব না দিয়ে এই চিকিৎসা সরঞ্জাম সরবরাহ? রহস্য বাড়ছে…দেশে বর্তমানে শতাধিক চিকিৎসক উপযুক্ত চিকিৎসা সরঞ্জামের অভাবে কোয়ারেন্টাইনে রয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।