দেশ

হাইওয়েতে নিষেধাজ্ঞা


রঞ্জন মুখার্জী, চিন্তন নিউজ, ৮ এপ্রিল: গতকাল হঠাৎ করে জম্মু ও কাশ্মীরের একটি প্রধান হাইওয়ে যা উধমপুর এবং বারামুল্লা কে সংযুক্ত করছে , সেটি তে সাধারণ মানুষ এবং পাবলিক ভেহিকল এর চলাচল এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে জম্মু ও কাশ্মীরের সরকার।
এই নির্দেশিকা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সরকারি যুক্তি হিসেবে বলা হয়েছে, নাশকতা রুখতেই এই পদক্ষেপ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি এই সিদ্ধান্ত – র তীব্র বিরোধিতা করেছেন ।
তিনি বলেছেন এই সিদ্ধান্ত চূড়ান্ত জনবিরোধী এবং অগণতান্ত্রিক। তিনি বলেছেন রাজ্যের মানুষের স্বাভাবিক অধিকার রাজ্যের যে কোনো প্রান্তে চলাফেরা করার। এই অধিকার কোনো সরকার খেয়াল খুশি মতো কেড়ে নিতে পারে না।
তিনি সাধারণ মানুষকে এই সিদ্ধান্ত না মেনে নেবার পরামর্শ দিয়েছেন। প্রয়োজন হলে আদালত এর দ্বারস্থ হবার কথাও তিনি বলেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।