রাজ্য

নন্দীগ্রামে ফের উড়ল লাল পতাকা


পাপিয়া সিনহা, চিন্তন নিউজ, ৮ এপ্রিল: একযুগ পরে খবরের শিরোনামে নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কে কেন্দ্র করেই আজকের শাসকদলের ক্ষমতায়ন শুরু। নন্দীগ্রামের রাস্তায়, বাড়িতে-বাড়িতে, আনাচে-কানাচে সিপিআইএম কর্মী সমর্থকদের কান্না, মৃত্যুর হাহাকার, গৃহহারা, গ্রামছাড়া মানুষের আতঙ্ক !
২০০৭ সালের জানুয়ারি মাস থেকে জমি দখলের মিথ্যা প্রচার করে আজকের শাসক নন্দীগ্রাম দখল করে। সিপিআইএম পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়। একযুগ ধরে নন্দীগ্রাম যেন বামেদের জন্য নিষিদ্ধ দ্বীপ ছিল।
৭ এপ্রিল, ২০১৯ রবিবার নন্দীগ্রামে লাল পতাকার সমারোহ দেখলো মানুষ। এদিন টেঙ্গা মোড় থেকে নন্দীগ্রাম দীর্ঘ ছয় কিমি রাস্তা পদযাত্রা হয়। ২০১৬ এর বিধানসভায় কণিষ্ঠতম বিধায়ক ইব্রাহীম আলি এবারের তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী। তাঁর সমর্থনে ও প্রচারের জন্য রবিবাসরীয় লাল মিছিল দেখলেন নন্দীগ্রামের মানুষ। একযুগ পর খুললো পার্টী অফিস। এতদিন বন্ধ থাকায় বট, অশ্বত্থ গাছ বেড়িয়েছে দেওয়াল জুড়ে। পার্টী অফিস খুলতে পেরে এলাকার মানুষ এদিন‌ই যুদ্ধ জয়ের স্বাদ পেয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার সিপিআইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন স্বতস্ফূর্ত মানুষের যোগদান, লালঝান্ডার ঢেউ বলছে নন্দীগ্রাম পরিবর্তনের পরিবর্তন চাইছে। এদিন মিছিলে ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য প্রবীণ নেতৃত্ব রবীণ দেব। নন্দীগ্রামের মিছিল বামমনস্ক মানুষকে আশার আলো দেখালো, বাঁচার অক্সিজেন জোগালো, এবং বলাই যায় শাসকের রাতের ঘুম কাড়লো। এখন অপেক্ষা মানুষের রায়ের।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।