জেলা রাজ্য

ঝাঁঝরা এলাকার লাউদোহা থানা এলাকার পুলিশ লক আপে ধর্মঘটে অংশগ্রহণ কারি শ্রমিকরা।


মিলি বাগল: চিন্তন নিউজ:২রা জুলাই: কয়লা শিল্প বেসরকাকরণের বিরুদ্ধে কয়লা শিল্পের পাঁচটি ট্রেড‌ইউনিয়নের ডাকে তিনদিন ব্যাপী যে ধর্মঘট ডাকা হয়েছিল, আজ তার প্রথমদিন।

সময় সকাল ১০ টা
ঝাঁঝরা প্রোজেক্ট -এর কয়লা খনি হরতাল ভাঙতে লাউদোহা থানার বড়বাবু ঝাঁঝরার সব ইউনিয়ন নেতাদের মারধর করে লাউদোহা থানাতে নিয়ে যাচ্ছে। গনতন্ত্রের চরম লজ্জা। শ্রমিক নেতাদের বক্তব্য , প্রশাসন কে এর চরম মূল্য দিতে হবে!!

আজ ঝাঁঝরা এলাকার লাউদোহা থানা এলাকার ধর্মঘটে অংশগ্রহণকারি শ্রমিকরা। পুলিশ লক আপে। তাদের গ্রেফতারের প্রতিবাদে সোচ্চার এলাকার শ্রমিকসহ সাধারণ মানুষ। আজ ধর্মঘট এর প্রথম দিন ,

ঝাঁঝরায় পুলিশের অত্যাচারের বিরুদ্ধে ডাইরেক্ট পার্সোনালকে জানানো হয়েছে ১৫ মিনিটের মধ্যে না ছাড়লে কয়লাখনিতে আন্দোলনের আগুন জ্বলবে।অবশেষে পুলিশ শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয়।

ধৃত কোলিয়ারির মজুররা সবাই মালা পড়ে বাইরে এলো। শ্রমিকরা বলছেন জয় হলো মজদুর একতার!


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।