রাজ্য

১০০দিনের কাজের বকেয়া অর্থ মেটানোর দাবিতে এবং শাসকদলের তোলাবাজির রুখতে বাঁকুড়ার রাস্তায় সারাভারত ক্ষেতমজুর ইউনিয়ন।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২১ শে আগস্ট:–দীর্ঘদিন ১০০ দিনের কাজের মজুরি না পেয়ে বিক্ষুব্ধ কৃষক, শ্রমিক।সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে বাঁকুড়া জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই দাবিতে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি চলছে।

১০০দিনের কাজের বকেয়া টাকা অবিলম্বে মেটানোর দাবিতে, দিকে দিকে শাসকদলের তোলাবাজি রুখতে,
৬০ বছরের উর্ধ্বে সমস্ত শ্রমিক-কৃষককে ৬০০০ টাকা মাসিক পেনসন দেওয়ার দাবিতে এবং ফসলের ন্যায্যমূল্য ও কৃষিঋণ মকুব-সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে বাঁকুড়ার কোতুলপুরের লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতের গরিব মানুষরা রাস্তায় নেমেছেন।

সূত্রের খবর, এতদিনের বঞ্চনা, এবং শাসকদলের নেতাদের তোলাবাজিবা কাটমানি ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে জেলায় জেলায়। সারাভারত কৃষকসভা ও সারাভারত ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্বে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।