রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

রাজ্য জুড়ে ডাক্তারদের কর্মবিরতির মাঝেই মানবিক মুখ দেখালেন বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৫ জুন: ডাক্তারদের কর্মবিরতিতে যখন স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি ভেঙে পড়েছে, ঠিক সেই সময় রক্তের অভাব মেটাতে রক্তদান শিবির করেন এবং জুনিয়র ডাক্তাররা নিজেরাও রক্তদান করেন। আর‌ও উল্লেখযোগ্য, চিকিৎসা না পেয়ে যখন অসুস্থ শিশুর বিমর্ষ মা ফিরে যাচ্ছেন, তখন সেই শিশুকে কোলে তুলে নিয়ে মায়ের মুখে হাসি ফোটালেন বর্ধমান মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। এদিন তারা অনেক অসুস্থ শিশুর চিকিৎসা ঐ সভা স্থলে করেছেন।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা জানিয়েছেন, আন্দোলন চালিয়ে গেলেও জুনিয়র ডাক্তাররাও চাইছেন, হাসপাতালের জরুরী পরিষেবা যাতে অক্ষুণ্ণ থাকে। এমনকি তাঁরা এ ব্যাপারে সহযোগিতাও করছেন। অপরদিকে, এনআরএস সহ গোটা রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা তাঁদের নিরাপত্তার দাবীতে আন্দোলন করে চলেছেন। এমনকি খোদ মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে সরাসরি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাছে এসে তাঁদের দাবি-দাওয়া শোনার আবেদন জানিয়েছেন।

রক্তদান করছেন বর্ধমান মেডিক্যাল কলেজের ডাক্তার

বর্ধমানের মতোই একই ছবি দেখা গিয়েছে তমলুক জেলা হাসপাতালে। চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে সোচ্চার হয়েছেন এই হাসপাতালের চিকিৎসকরা। তবে চিকিৎসা পরিষেবা বন্ধ করেননি তারা। শুক্রবার রক্তদাতা দিবসে অন্য চিত্র সকলের নজর কেড়েছে তমলুক জেলা হাসপাতালে।

এদিন রক্তদান দিবসে রক্তদান করেন ডাক্তার, নার্স, হাসপাতালের কর্মীবৃন্দ। রক্তদানের সাথে সাথেই আউটডোর, ইনডোরে চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করেন তমলুক হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। আবার ডাক্তার নিগ্রহের প্রতিবাদে কালো ব্যাচ পড়ে মিছিল করে জেলাশাসকের কাছে স্মারকলিপিও জমা দেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।