জেলা

পশ্চিম বর্ধমান নিউজ


চিন্তন নিউজ: ২রা ডিসেম্বর,২০২০:- সংবাদ দাতা-মধুমিতা রায় জানাচ্ছেন,দিল্লীতে কৃষক বিলের বিরোধিতায় সরব কৃষক সমাজ। লক্ষাধিক কৃষকের আন্দোলনে সংহতি জানাতে সমস্ত গণসংগঠনের সাথে সাথে আজ আমরা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম বর্ধমান জেলা কমিটির হীরাপুর জোনাল কমিটিও পথে নেমেছে বার্নপুর বাসস্ট্যান্ডে। এই সমাবেশে র সভাপতিত্ব করেন শিক্ষক নেতা তুষার গোস্বামী। মহিলা নেত্রী শিল্পী চক্রবর্তী, শিক্ষক সমিতির অয়ন ব্যানার্জী , ট্রেড ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন সুভাশীষ বোস। সিটু নেতা পার্থ সেনগুপ্ত যুব নেতা এস.এম.হাসান বক্তব্য রাখেন। এই সমাবেশ থেকে মোদী সরকার কে এই বার্তা দেওয়া হয় , হয় কৃষি বিল বাতিল করো নয় দেশের সমস্ত গণসংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন।

সংবাদ দাতা- সুকৃতীশ নন্দী জানিয়েছেন, দিল্লীতে কৃষক বিলের বিরোধিতায় সরব কৃষক সমাজ। লক্ষ লক্ষ কৃষক যখন রাস্তায়, ইতিমধ্যে দুজন কৃষক যখন আন্দোলন করতে গিয়ে প্রান দিলেন তখন কেন্দ্রীয় সরকার ন্যূনতম সৌজন্যবোধ না দেখিয়ে এই প্রচন্ড ঠান্ডাতেও আন্দোলন কারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করছে। এই কথাগুলো জনসমক্ষে তুলে ধরতে এবং আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাতে ডি ওয়াই এফ আই, আসানসোল পথে নেমেছে । আজকের পথ সভায় বক্তব্য রাখেন ভিক্টর আচার্য্য, অতনু মুখার্জী, তন্ময় ভট্টাচার্য্য।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।