জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত: ১৯শে জানুয়ারি:- প্রাদেশিক কৃষক সভার নেতা প্রয়াত আবদার রেজ্জাক মন্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত হয় সগড়াইয়ে। সভাপতিত্ব করেন দেশবন্ধু হাজরা, বক্তব্য রাখেন কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার, কৃষক সভার জেলা সভাপতি উদয় সরকার, গণেশ চৌধুরী প্রমুখ।

যুব ফেডারেশন ভাতার ২ নং এরিয়া কমিটির উদ্যোগে সৌমিত্র চট্টোপাধ্যায়-এর জন্মদিন উপলক্ষে সাহেবগঞ্জে রক্তদান শিবির হয়।রক্তদান শিবিরে ৩৯ জন রক্তদান করেন। শিবিরের উদবোধন করেন জেলা কমিটির সভাপতি স্বর্ণেন্দু দাস।

ডি ওয়াই এফ আই গুসকরা পূর্ব আঞ্চলিক কমিটির উদ্যোগে আউসগ্রাম -১ বি ডি ও অফিসে ডেপুটেশন দেওয়া হয় ও বিক্ষোভ সভা হয়। ডেপুটেশনের দাবি সনদ–
১। সরকারি শুন্য পদে অবিলম্বে বেকার দের নিয়োগ করতে হবে।।
২।কৃষক স্বার্থ বিরোধী নয়া ৩ টি কৃষি আইন সহ বিদ্যুৎ বিল (২০২০) প্রত্যাহার করতে হবে।
৩। কৃষকের উৎপাদিত ধান্য সরকার কে ন্যায্য মূল্যে ক্রয় করতে হবে।
৪। দিগনগর-২ নং অঞ্চলের লক্ষিগঞ্জের রাস্তা সংস্কারের কাজ অবিলম্বে শেষ করতে হবে। এই সকল দাবি নিয়ে বি ডি ও অফিসে ভিতরে পীযুষ পালের নেতৃত্বে একটি কমিটি যায়। বাইরে বক্তব্য রাখে এরফান শেখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।