জেলা

হুগলি জেলার সংবাদঃ


চিন্তন নিউজঃ–সোমনাথ ঘোষঃ- ত্রিপুরায় বিজেপি দ্বারা আক্রান্ত পার্টিকর্মী ও সাধারণ মানুষের সাহায্যের জন্য সি পিআই এম শিয়াখালার ৪টি শাখার যুক্ত উদ্যোগে আজ ২১শে সেপ্টেম্বর’২০২১ মঙ্গলবার রাজ্যব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসাবে সকালে সমগ্র শিয়াখালা বাজারে মাইক প্রচার ও পথচলতি মানুষের থেকে কাপড় ও কৌটার সাহায্যে গণ অর্থ সংগ্রহ করা হোল। এরিয়া কমিটির দুই সদ্স্য রঘুনাথ ঘোষ,সোমনাথ ঘোষ, ৪ জন শাখা সম্পাদক তাপস ঘোষ,তপন ব্যানার্জ্জি,কিশোর ভট্টাচার্য্য,লোকনাথ ঘোষ সহ মোট ২০ জন কমরেড উপস্থিত ছিলেন। এক ঘন্টার কর্মসূচীতে তাৎক্ষণিক ১০৮৫ টাকা সংগৃহীত হয়।

জয়দেব ঘোষঃ-নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির তারকেশ্বর চক্রের ৫০তম সম্মেলন আজ অনুষ্ঠিত হচ্ছে তারকেশ্বর শ্রমিক কৃষক ভবনে।

আজ ত্রিপুরায় বি.জে.পি-র পৈশাচিক আক্রমণে আক্রান্ত সাধারণ মানুষ ও পার্টি কর্মীদের পাশে দাঁড়াতে সি পি আই এম চুঁচুড়া এরিয়া কমিটির উদ্যোগে অর্থ সংগ্রহ করা হলো।

আজ সিপিআই(এম) ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটির পক্ষ থেকে ত্রিপুরায় বিজেপির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতেন অর্থ সংগ্রহ জুটমিল বাজারে(কলবাজার)।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।