শিক্ষা ও স্বাস্থ্য

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও পি.আর.সি- যৌথ উদ্যোগে হুগলী-চুঁচুড়া এলাকার দুঃস্থ মানুষের পাশে।


সন্দীপ সিনহা: চিন্তন নিউজ: ৯ইমে:-পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ব‍্যান্ডেল- মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ‍্যোগে এই করোনা আবহে লক ডাউন চলাকালীন আর্থিকভাবে দুর্বল শ্রমিক, ছাত্র, যুব, শিক্ষকদের ৮৫টি পরিবারের হাতে চিনি৫০০, ডাল৫০০, সরষের তেল ২৫০, মুড়ি২৫০, কাপর কাচার সাবান, গায়ের সাবান, জিড়ে গুড়ো, ধনে গুড়ো, হলুদ গুড়ো, বিস্কুট, সোয়াবিন নুন তুলে দেওয়া হয় (০৬.০৫.২০২০) হুগলী পি.আর.সি (People’s Relief Committee)- ভবন থেকে।

উল্লেখ‍্য যে, লক ডাউন ঘোষনা হ‌ওয়ার পর থেকেই ও ব‍্যান্ডেল মগড়া বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা পি.আর.সি হুগলীর সাথে যৌথ উদ‍্যোগে বিনা ব‍্যায়ে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ও মাস্ক, স‍্যানিটাইজার বানিয়ে সাধারন মানুষ, আপৎকালীন পরিষেবার সাথে যুক্ত ব‍্যাক্তি/সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে । এছাড়া ব্যান্ডেল এলাকায় তিনদিন জীবাণু নাশক স্প্রে করা হয়েছে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।