রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

শিশুদের পরিচয়পত্রের ফর্মে জাতের সাথে ধর্ম জুড়ে দিলেন রাজ্যসরকার!!


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১৬ই অক্টোবর:–শিশুদের ধর্মীয় পরিচয় জানতে চেয়েছে রাজ্যসরকার!!!! পশ্চিমবঙ্গের সরকার রাষ্ট্রীয় সয়ংসেবক সঙ্ঘকে সব রকম কাজে উৎসাহিত করবে এ আর বড় কথা কি??? এবার সরাসরি সরকারি ফর্মে স্কুল গুলোর বাচ্চাদের ধর্মীয় পরিচয় জানতে চেয়েছে রাজ্যসরকার।। রাজ্যের শিক্ষা দফতর থেকে শিশুদের পরিচয় নথিভুক্ত করণের জন্য ফর্মগুলো রাজ্যের প্রতি জেলায় পাঠানো হয়েছে।। রাজ্যের সর্বশিক্ষা মিশনের এক অফিসার জানালেন””” ছুটির পর ফিরে গিয়ে কি দেখব জানি না””।। তার কথায় সরকারের শীর্ষ স্থানীয় নেতাদের তেমন কোন নজরদারি নেই।। শিশুদের নথিভুক্ত করণে সরাসরি “মুসলিম” লিখে বসে আছে সর্বশিক্ষা মিশন।।

গত ২৭ শে সেপ্টেম্বর ফর্ম গুলো সব জেলা যে পাঠানো হয়েছে আর পাঠিয়েছে রাজ্য সর্বশিক্ষা মিশন।। প্রতিটি জেলায় সদ্যোজাত থেকে ১৮ বছর বয়স অবধি বাচ্চাদের নাম, ঠিকানা, পরিচয় নথিভুক্ত করা হবে।। রাজ্যের অনেক পরিবার কাজের জন্য অন্য অঞ্চলে চলে যায় পরিযায়ী জীবন যাপনের কথাও মেনে নেওয়া হয়েছে ওই নির্দেশিকাতে।। কিন্তু গোলমাল তো ফর্ম গুলোতে।।মোট ১৩ টা কলাম আছে তার ৯ নম্বর কলামের শিরোনাম হ’ল ” কাস্ট”… এখানে ছাপানো আছে——এসসি/এসটি/মুসলিম/আদার্স_অর্থাৎ কে কোন জাতি সেটা লিখতে হবে।।নিয়ম অনুযায়ী কোন সরকারি প্রকল্পে ধর্ম উল্লেখ করার নিয়ম নেই আর এখানে বড়বড় করে স্পষ্ট ভাষায় লেখা আছে””মুসলিম””কথা টা।। বিভিন্ন জেলার যেমন হুগলি, উত্তর ২৪পরগনা, শিলিগুড়ি মহকুমা পরিষদ সর্বশিক্ষা মিশন এর অফিসার দের এক মত””””সরকারি ফর্ম এ ধর্ম উল্লেখ করা কোন মতেই উচিৎ নাএটা সংবিধান সম্মত নয়___ফর্মে জাতের সঙ্গে ধর্ম কে মিশিয়ে দেওয়া হয়েছে””””………………..


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।