শিক্ষা ও স্বাস্থ্য

করোনা ভাইরাস আক্রান্তদের ভেন্টিলেটর খুবই জরুরী। এই যন্ত্রটি কি?


মীরা দাস:চিন্তন নিউজ:২৯শে মার্চ:–করোনা ভাইরাসের মোকাবিলার জন্য হাসপাতাল গুলিতে যথেষ্ট পরিমানে ভেন্টিলেটর নেই, যে সব রোগীক সংক্রমন খুবই মারাত্মক তাদের জীবন রক্ষার জন্য ভেন্টিলেটর খুবই জরুরী এবং কার্যকর একটি যন্ত্র, রোগীর ফুসফুস যদি কাজ না করে তখন রোগীর নিঃশ্বাস ও প্রশ্বাসের কাজ টা ভেন্টিলেটর করে দেয়, সংক্রমনের বিরুদ্ধে লড়তে পুরোপুরি সেরে উঠতে রোগী কিছুটা সময় পান ।

ভেন্টিলেটর একটি হিউমিডিফায়ার থাকে ,এর কাজ হলো রোগী দেহের তাপমাত্রা র সাথে মিল রেখে বাতাস এবং জলীয় বাষ্প ঢোকানো। ভেন্টিলেটর ব্যাবহারের সময় সময় রোগীকে এমন ওষুধ দেয়া হয় যাতে তার শ্বাস যন্ত্রের মাংসপেশিতে কোন উত্তেজনা না থাকে, শ্বাসযন্ত্র শিথিল থাকলে ভেন্টিলেটরের কাজ করতে সুবিধে হয়। যে সব রোগী দেহে সংক্রমন কম তাদের ভেন্টিলেটরে শুধু ফেস মাস্ক কিংবা নাকের মাস্ক দেওয়া হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।