দেশ

নজিরবিহীন সিদ্ধান্ত জগন মোহনের


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ৭ জুন: পদে বসার পর থেকেই একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি৷ এবার নতুন চমক তাঁর মন্ত্রিসভায়৷ জানা গিয়েছে, জগন মোহনের ক্যাবিনেটে থাকবেন পাঁচজন উপ-মুখ্যমন্ত্রী৷ এঁরা প্রত্যেকে এক একটি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবেন৷
তফশিলি জাতির পক্ষ থেকে একজন, তফশিলি উপজাতির পক্ষ থেকে একজন, পিছিয়ে পড়া বা অনগ্রসর সম্প্রদায় ভুক্ত একজন, সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজন ও কাপু সম্প্রদায় থেকে একজনকে উপমুখ্যমন্ত্রী করা হবে বলে জানা গিয়েছে৷
শুক্রবারই জয়ী বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন জগন রেড্ডি৷ এই প্রথম অন্ধ্রপ্রদেশ মন্ত্রিসভায় পাঁচজন উপ মুখ্যমন্ত্রী থাকতে চলেছেন৷ এতদিন অনগ্রসর ও কাপু সম্প্রদায় থেকে দুজনকে উপমুখ্যমন্ত্রী করা হত৷ চন্দ্রবাবু নাইডুর জমানাতে বরাবর দুজন উপমুখ্যমন্ত্রী পেয়ে এসেছে অন্ধ্রপ্রদেশ৷
অন্ধ্রপ্রদেশের ২৫ সদস্যের মন্ত্রিসভা শনিবার শপথ নিতে চলেছে৷ প্রত্যেক সম্প্রদায় থেকে একজন করে উপমুখ্যমন্ত্রী রাখার সিদ্ধান্তে অন্ধ্রের মানুষ খুশি বলে খবর৷
৩০ শে মে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন জগন মোহন রেড্ডি৷ আর পদে বসার পরেই রাজ্যবাসীর জন্য একগুচ্ছ ঘোষণা করেন তিনি৷ প্রবীণ নাগরিকদের জন্য মাসিক পেনশনের ব্যবস্থা করেন জগন রেড্ডি৷ তিনি বলেন প্রতি মাসে প্রবীণ নাগরিকরা ৩০০০ টাকা করে পেনশন পাবেন৷
এছাড়াও তিনি বলেন -অক্টোবরের মধ্যেই ১.৬ লক্ষ বেকারের চাকরির সংস্থান করবেন বলেছেন জগন মোহন রেড্ডি।
গ্রামীণ এলাকায় চার লক্ষ স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন। যাদের বেতন হবে মাসিক ৫০০০টাকা।
জগন মোহন রেড্ডি সরকার সত্যিই পরিবর্তন করবেন –তিনি নিজেই বলেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।