দেশ

শিল্পী দিবসে জ্যোতি প্রসাদ আগরওয়ালাকে শ্রদ্ধায় স্মরণ।


সীমা বিশ্বাস,১৭জানুয়ারি,২২, আসাম- ১৭জানুয়ারি অসমের এক তাৎপর্যপূর্ণ দিন।১৯৫১সনের ১৭জানুয়ারি মৃত্যু বরণ করা প্রথম অসমীয়া কথাছবির স্রষ্টা, গীতিকার, সুরকার, নাট্যকার এবং লেখক রূপকার জ্যোতিপ্রসাদ আগরওয়ালকে স্মরণ করে বছরের ১৭ জানুয়ারি দিনটি শিল্পী দিবস হিসেবে পালন করা হয়।জ্যোতিপ্রকাশ আগরওয়ালা ছিলেন একজন মহান শিল্পী এবং অসমীয়ার গৌরব। তিনি অনেক নাটক রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো— “শোণিত কুঁওরী”,”কারেঙর লিগিরী” রূপালীম, নিমাতী কইনা,খনিকর”। অসমীয়া আধুনিক গানের পথ প্রদর্শক ছিলেন জ্যোতিপ্রকাশ আগরওয়ালা। উল্লেখ্য যে ভারতীয় গণনাট্য সংঘের অসম রাজ্য কমিটিতে প্রথম সভাপতি ছিলেন জ্যোতি প্রসাদ আগরওয়ালা। বহু গানে তাঁর বৈপ্লবিক চিন্তা চেতনার প্রকাশ ঘটে।এই শিল্পী দিবসে চিন্তণের পক্ষ থেকে আধুনিক বিপ্লবী কবি জ্যোতি প্রসাদ আগরওয়ালাকে শ্রদ্ধায় স্মরণ করছি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।