জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৭ জানুয়ারি, ২০২২ – সব শ্রমিকদের কাছে পৌঁছানোর অভিপ্রায়ে বর্ধমান শহর ১ থেকে আজ সন্ধ্যায় বীরহাটা এলাকায় সিটুর সদস্য সংগ্রহের কাজ চলছে।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পূর্বস্থলী- ২ এরিয়া কমিটির কালেখাঁতলা -১ পূর্ব শাখার হৃষি গ্ৰামে শ্রমজীবী মানুষের লড়াই আন্দোলন জোরদার করতে মহিলা কমরেডদের উদ্যোগে গণ অর্থ সংগ্রহের মাধ্যমে সংগ্ৰামী তহবিল গঠনের কর্মসূচি চলছে। উপস্থিত আছেন গণআন্দোলনের অন্যতম সর্বভারতীয় নেত্রী অঞ্জু কর সহ অন্যান্য মহিলা নেত্রীবৃন্দ।

একই সাথে মেমারি সাতগাছিয়া, গুসকরা অঞ্চলেও গণ সংগ্রহের কাজ চলছে।

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির অবিভক্ত বর্ধমান জেলা কাউন্সিলের প্রাক্তন সদস্য শান্তিরাম সামন্ত আজ দুপুর ১টা ০৫ মিনিটে প্রয়াত হয়েছেন। তিনি খাজা আনোয়ার বেড় স্কুলের প্রাক্তন শিক্ষক ছিলেন এবং এলাকার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে সকলে গভীরভাবে শোকাহত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।