রাজ্য

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিপর্যস্ত রাজ্যের ট্রেন চলাচল।


কল্পনা গুপ্ত:চিন্তন নিউজ:১৩ই ডিসেম্বর:–নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিপর্যস্ত রাজ্যের ট্রেন চলাচল।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বাংলা জুড়ে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আগুনের মত। হাওড়া – শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও অন্যান্য শাখায় ট্রেন চলাচল বিপুলভাবে বিঘ্নিত। বিকেল ৫টা পর্যন্ত খবর শিয়ালদহ – ডায়মন্ডহারবার শাখা ও হাওড়া- খড়্গপুর শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত।

হাওড়ার উলুবেড়িয়া স্টেশনে করমন্ডল এক্সপ্রেসে অবরোধকারীরা হামলা চালায়। রেল আধিকারিকরা উলুবেড়িয়া স্টেশনে যেতে বাধা পান। জানিয়েছে দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ। করমন্ডল,ইস্টকোস্ট, যশবন্তপুর এক্সপ্রেস ছাড়াও ওই লাইনের লোকাল ট্রেনগুলিও আটকে আছে।
আন্দোলন ক্রমশ হিংসাত্মক হয়ে উঠেছে মুর্শিদাবাদের বেলডাঙায়। এখানে থানার উপর হামলা চালানো হলে পুলিশ লাঠি চার্জ করে। লালগোলা – কৃষ্ণনগর শাখাতেও ট্রেন চলাচল একইভাবে বিপর্যস্ত। বিক্ষোভ ছড়িয়েছে মেদিনীপুরের একাধিক জায়গায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।