চিন্তন নিউজ:৩০শে এপ্রিল:-সিপিআই(এম) রাজ্য কমিটির সাপ্তাহিক মুখপত্র দেশহিতৈষীর সর্বশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে ২০শে মার্চ। এরপরেই কোভিড-১৯ সংক্রমণের কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সহ দেশজুড়ে লকডাউন ঘোষিত হয়। গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় সচেতন নাগরিক হিসেবে স্বাস্থ্যবিধি মেনে চলেও কাজের জন্য দেশহিতৈষী দপ্তরে উপস্থিত হওয়া কমরেডদের পক্ষে এখনো পর্যন্ত অসম্ভব হয়ে রয়েছে।
শুধু সম্পাদনা নয় , মুদ্রিত পত্রিকা জেলায় জেলায় পাঠানো এবং বিলি বন্টনের সমস্ত উপায় বন্ধ হয়ে আছে। দেশহিতৈষীর সমস্ত পাঠক ,গ্রাহক, এজেন্টদের প্রতি আমাদের নিবেদন এই অস্বাভাবিক পরিস্থিতির অবসান হওয়া মাত্র গণপরিবহন ও পত্রিকা বণ্টনের মাধ্যমগুলি চালু হলেই দেশহিতৈষী স্বমহিমায় প্রকাশিত হবে। দেশহিতৈষীর পাঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কাম্য।
