দেশ বিনোদন রাজ্য

বড়সড় বদল নাইট রাইডার্সের থিঙ্ক ট্যাঙ্কে


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৫ জুলাই: গত দু মরশুম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক৷ অধিনায়ক হওয়ার পর বিশেষ কিছু করে দেখাতে পারেনি দীনেশ কার্তিক৷ দু‘বারের চ্যাম্পিয়ন দলের এই পারফরম্যান্স মোটেই ভালো লাগেনি ফ্যানদের৷ ভালো লাগেনি টিম ম্যানেজেমেন্টেরও।

তার ফলস্বরূপ কোচিং স্টাফে ইতিমধ্যেই পরিবর্তন করে দিল কেকেআর ম্যানেজমেন্ট। তারা সরিয়ে দিল হেড কোচ জ্যাক ক্যালিস ও সহকারি কোচ সাইমন ক্যাটিচকে৷ আইপিএলের নতুন মরশুমে নতুন কোচিং স্টাফ নিয়ে খেলতে নামবে কেকেআর৷ যদিও এখনও পরিবর্ত ঘোষণা করা হয়নি৷ নাইট রাইডার্সকে গ্লোবাল ব্র্যান্ড করে দেওয়ার জন্য চেষ্টা চলছে, এমনটাই জানিয়েছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর।

দীর্ঘ নয় বছর কেকেআরের সঙ্গে যুক্ত ছিলেন জ্যাক কালিস৷ প্রথমে খেলোয়াড় হিসেবে, পরে সহকারি কোচ ও কোচ হিসেবে ছিলেন। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন চ্যাম্পিয়ন হয়েছিল দল। সেসময় তিনিও দলে ছিলেন৷ এদিকে পদ হারানোর পরেও ক্যালিস জানিয়েছেন, ‘‘২০১১ থেকে ৯ টি দারুণ বছর প্লেয়ার, মেন্টর, হেড কোচ ছিলাম। এটা সময় নতুন কিছু করে দেখানোর৷ আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়েছি।‘‘


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।