রাজ্য

বছর ঘুরল না, একপেশে হয়ে ভেঙ্গে পড়ল পলাশপাই সেতু


সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২৬ আগষ্ট: পলাশপাই সেতু উদ্বোধন হয়েছে মাত্র ১১ মাস আগে। সেতুটি তৈরী করতে খরচ হয়েছে ২২ লক্ষ টাকা, আর এই পরিমাণ টাকা খরচ দেখিয়ে একটি বাঁশের সেতু বানানো হয়েছিল। সেই সেতু তৈরীর বছর ঘোরেনি। মড় মড় করে একদিকে ভেঙ্গে পড়ল। মাত্র ১১ মাসে সেতুটির কুপোকাত দশা।

দাসপুর থানার পলাশপাই খালের উপর চকসুলতানপুর মৌজারব বট তলাতে গত বছর ৯ই সেপ্টেম্বর সেতুটি তৈরী হয়। সেতুটিকে নীলসাদা রঙে রাঙিয়ে তোলা হয়েছে।। স্থানীয় যুবক শুভঙ্কর ব্যানার্জী জানান কন্যাশ্রীর সাথে এমন ঘটনা ঘটবে ভাবা জায় না।। “কন্যাশ্রী” দের মতই অবস্থা। এখন কলেজে ভর্তি হতে গেলে ভাতার টাকা ছাড়াও নিজের কানের গয়না বিক্রি করে সেই টাকা তৃনমূলের হাতে তুলে দিতে হচ্ছে।

২২ লক্ষ টাকা খরচ দেখানো হলেও কাটমানি বাবদ লুঠ হওয়ায় সেতুটির এই করুন অবস্থা। এই সেতুটি ৭-৮ টি মৌজার যাতায়াতের একমাত্র পথ। বিকল্প কোন পথ নেই। এখানকার মানুষ এই সেতু দিয়ে গিয়েই সড়কে বাস ধরে। এখন কত দিনে এই সেতু সংস্কার করা হয় সেটাই দেখার। সেচ দপ্তরের কাজ মানেই কাটমানি – আজ তা সতঃসিদ্ধ, এমন প্রচার সাধারন মানুষের মধ্যে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।