সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২৬ আগষ্ট: পলাশপাই সেতু উদ্বোধন হয়েছে মাত্র ১১ মাস আগে। সেতুটি তৈরী করতে খরচ হয়েছে ২২ লক্ষ টাকা, আর এই পরিমাণ টাকা খরচ দেখিয়ে একটি বাঁশের সেতু বানানো হয়েছিল। সেই সেতু তৈরীর বছর ঘোরেনি। মড় মড় করে একদিকে ভেঙ্গে পড়ল। মাত্র ১১ মাসে সেতুটির কুপোকাত দশা। দাসপুর থানার পলাশপাই খালের উপর […]