কাকলি চ্যাটার্জি:চিন্তন নিউজ:১লা ডিসেম্বর,২০২০ – দিল্লিতে সংগ্রামরত কৃষকদের সংহতিতে সর্বনাশা কৃষি বিল প্রত্যাহারের দাবিতে রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় প্রস্তাবের দাবিতে সিপিআই(এম) জোড়াসাঁকো ১ এরিয়া কমিটির ডাকে মিছিল এলাকা পরিক্রমা করে।
কৃষকের জন্য সর্বনাশা কৃষি বিল অবিলম্বে বাতিলের দাবিতে, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের প্রতি সংহতি জানিয়ে কেশব সেন স্ট্রীটে এস এফ আই মিছিল ও পথ অবরোধ করে।
![](https://chintannews.com/wp-content/uploads/2020/12/IMG-20201201-WA0039-1.jpg)