জেলা

আজ বাঁকুড়া শহরে ছাত্র যুবদের জেলাশাসকের নিকট দাবী সনদ পেশ ও বিক্ষোভ প্রদর্শন।


কিংশুক ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:২৮শে মে:- আজ দুপুরে বাঁকুড়া শহরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশনের যৌথ উদ‍্যোগে রাজ‍্য শিক্ষাদপ্তর ও বাঁকুড়া ইউনিভার্সিটির অবৈজ্ঞানিক, ছাত্র স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে সংক্ষিপ্ত জমায়েত ও সভা করে দাবী উত্থাপন করা হয়। এবং সর্বসম্মতিতে গৃহীত দাবী সনদ জেলা শাসকের কাছে জমা দেওয়া হয়‌। যদিও প্রশাসন বর্তমান সময়ে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদকারিদের সাথে যে অসৌজন‍্যতার ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন সেই চরিত্র বজায় রেখেই ছাত্রযুবদের দাবী সনদ গ্রহনের জন‍্য জেলা শাসক নিজে উপস্থিত হবার প্রয়োজনীয়তা মনে করেন নি। ছাত্রযুবরাও নাছোড়ের মতো দীর্ঘ অপেক্ষা করেন বাধ‍্য হয়ে জেলাশাসকের পক্ষে দপ্তরের প্রধান দাবী সনদ গ্রহন করেন ও প্রয়োজনীয় ব‍্যাবস্থার সুপারিশের উদ‍্যোগ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এই কর্মসূচীর নেতৃত্ব দেন জেলা যুব জেলা সম্পাদক প্রদীপ পন্ডা। এই কর্মসূচীতে উপস্থিত থেকে এই আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখার প্রতুশ্রুতি গ্রহন করেন। যুব আন্দোলনের পক্ষে ছিলেন অভিক মিশ্র, রমিত ভট্টাচারিয়া, সুমণ কর্মকার। ছাত্র ফেডারেশনের জেলা নেতৃত্ব জয়গোপাল কর ও অনির্বান গোস্বামী উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র,যুব কর্মীরা উপস্থিত ছিলেন। যুব নেতা প্রদীপ পন্ডা সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধীতা ও নিন্দা করেন। তিনি বলেন এই আন্দোলন চালিয়ে নিয়ে যেতে তাঁরা দৃঢ় প্রতিজ্ঞ। যে দাবী সনদ তাঁরা জেলাশাসককে জমা দিয়েছেন তার একটা প্রতিলিপি ব‍্যাপক অংশের ছাত্র-যুব সহ তাদের অভিভাবকদের উদ‍্যেশে প্রচারের উদ্দেশ‍্যে সাংবাদিকদের হাতে তুলে দেন। তিনি বলেন এই লকডাউনে দীর্ঘদিনের পঠনপাঠন বন্ধ রাখা অন লাইন ক্লাস অনিয়মিত, সিলেবাস শেষ হয়নি। এই অবস্থ‍্যায় পরীক্ষার সিদ্ধান্ত চূড়ান্ত ছাত্র বিরোধী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।