চিন্তন নিউজ, ২২ নভেম্বর, জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, হিন্দমোটর: আগামী ২৬ নভেম্বর, ২০২০ সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে সি পি আই (এম) হুগলী জেলা, কোতরং -হিন্দমোটর এরিয়া কমিটির উদ্যোগে মিছিল সংগঠিত হয়, আজ সকালে। ভদ্রকালী দেশবন্ধু পার্ক থেকে বের হয়ে দ্বারিক জঙ্গল রোড, বিনয়-বাদল-দীনেশ রোড, বিদ্যাসাগর বাজার, দেবাইপুকুর রোড, নন্দনকানন, কাঁসারীপুকুর, কোতরং ২ নম্বর সরকারি কলোনি বাজার, অরবিন্দ পল্লী, জোড়া পুকুর মোড় ঘুরে কোন্নগর বেঙ্গল ফাইন মোড়ে এসে মিছিল শেষ হয়। মিছিলে অংশ নেন প্রবীণ সি পি আই (এম) নেতা কমরেড শান্তশ্রী চ্যাটার্জী, সি পি আই (এম) হুগলী জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, কমরেড জয়দেব চ্যাটার্জী, হুগলী জেলা কমিটির সদস্য কমরেড আভাস গোস্বামী এবং সি পি আই (এম) কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির সম্পাদক কমরেড পৃথ্বীশ ভট্টাচার্য ও এরিয়া কমিটির সদস্যরা।
জয়দেব ঘোষ, পান্ডুয়া: আগামী ২৬শে নভেম্বর সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজকের ব্যান্ডেল কোদালিয়া এলাকায় বাইক মিছিল হয়। সাধারণ মানুষের দাবীতে আগামী ২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে বাম ও কংগ্রেস এর যৌথ মিছিলও সংগঠিত হয়। এদিকে হুগলি জেলার বৈঁচিতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে প্রগতিশীল সাহিত্যের স্টল। ধর্মঘটের সমর্থনে ফুরফুরাতেও মিছিল অনুষ্ঠিত হয়।
সোমনাথ ঘোষ, শ্রীরামপুর: ধর্মঘটের সমর্থনে সারাদিন ধরে হুগলীর চন্ডীতলা শিয়াখালায় এলাকায় সরাসরি মাঠে নেমে কৃষক ও ক্ষেতমজুরদের সাথে কথা বলে বাম কর্মীরা। গ্রাম বাংলা ধর্মঘটে অংশ নিয়ে কাজ বন্ধ রাখবে। এমনিতে কতদিন কাজ থাকে না, তাই পশ্চিম তাজপুরের ক্ষেতমজুর নিমাই দাস বলেন, “নিজেদের জন্যই ঐদিন মাঠে নামব না।” কৃষক সনৎ বাগুই বলেন, “আমরা আমাদের জমিতে গোলাম হবো কেন? কেন আমরা নিজেদের মতো চাষ ও ফসলের দাম পাব না।” এলাকায় মাইক প্রচার কর্মসূচিতে সোমনাথ ঘোষ তপন ব্যানার্জি ও শুভদীপ রায় অংশ নেন।
জয়দেব ঘোষ, পান্ডুয়া: সাধারণ ধর্মঘটের সমর্থনে পাণ্ডুয়া কাকলি সিনেমা হলের পাশে আজ পথ সভা অনুষ্ঠিত হয়। বক্তা ছিলেন বিধায়ক আমজাদ হোসেন, কল্যাণ ব্যানার্জি, সুদীপ্ত চক্রবর্তী, জয়দেব ঘোষ প্রমূখ। ২৬ শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ উত্তরপাড়া-মাখলা ছাত্র, যুব, মহিলা, শ্রমিক ফ্রন্টযৌথ মিছিল করে।
২৬ তারিখ সাধারণ ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং dyfi ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি লোকাল কমিটির উদ্যোগে সভা হয় বাঁশবেড়িয়া বেলতলায়।
২৬ নভেম্বর সারা দেশ ব্যাপি সাধারণ ধর্মঘট কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থে। কেন্দ্রীয় সরকারের অপদার্থতার জন্য সর্বস্তরের মানুষ আজ নানা ভাবে ক্ষতিগ্রস্ত। তাই ধর্মঘট সফল করার দবীতে শ্রী পল্লী ২নং শাখার আজ স্কোয়াড।
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে, চুঁচুড়া তালডাঙ্গা মোড়ে চলছে DYFI চুঁচুড়ার বুকস্টল। আবার আগামী ২৬ শে নভেম্বর দেশব্যাপী হরতাল, চাকা বন্ধ। তারই সমর্থনে আজ শ্রীরামপুর মাহেশে বাম-কংগ্রেস এর যৌথ সভা অনুষ্ঠিত হয়। ২৬শে নভেম্বরে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ শেওড়াফুলিতেও বৈদ্যবাটী এরিয়া কমিটি ও জাতীয় কংগ্রেসের যৌথ সভা হয়।
সব মিলিয়ে সাধারণ ধর্মঘটের সমর্থনে রবিবার হুগলি জেলা জুড়ে প্রচার তুঙ্গে। সারা দিন ধরে নিবিড় প্রচারাভিযান চলে। গ্রাম-গঞ্জ, হাট-বাজার, কারখানা গেট থেকে শহরতলির পথে পথে মহা মিছিল, সভা ও মাইক প্রচার হয়। কয়েক হাজার মানুষ লাল ঝান্ডা হাতে স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন । যা ঘিরে সর্বত্রই দারুণ সাড়া ফেলেছে।
বংশী মৈত্র, খানাকুল: খানাকুল ১ এরিয়া কমিটি এলাকার হেলান বাজারে ২৬শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতি কমরেড অনন্ত রায় সহ বক্তব্য রাখেন কমরেড ভজহরি ভূঁইয়া কমরেড দিলিপ বেরা কমরেড বংশীবদন মৈত্র কমরেড জয়দেব মাইতি কমরেড ভোলা মালিক প্রমুখ। এলাকার মানুষ জনের উপস্থিতি ছিল উৎসাহ ব্যাঞ্জক।
সায়ঙ্ক মন্ডল, শ্রীরামপুর: আজ সন্ধ্যায় শ্রীরামপুর বটতলায় ২৬ শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে বাম- কংগ্রেসের যৌথ উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলী জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তীর্থঙ্কর রায় ও যুব ফেডারেশনের শ্রীরামপুরে পূর্ব আঞ্চলিক কমিটির সম্পাদক তথা হুগলী জেলা কমিটির সদস্য প্রতীক চক্রবর্তী।
সুদীপ্ত সরকার, জাঙ্গীপাড়া: ২৬শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে জাঙ্গীপাড়া ১নং এরিয়া কমিটির মুন্ডলিকা বাজারে মিছিল করা হয়। অন্যদিকে দিলাকাশ অঞ্চলের বোড়হল মোড় থেকে দিলাকাশ অবধি আরেকটি মিছিল হয়৷